Jagadhatri Puja 2024

জগদ্ধাত্রী ঠাকুর দেখতে চন্দননগরে যাওয়ার পরিকল্পনা? হাওড়া ডিভিশনে বিশেষ ট্রেন চালাবে রেল

রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী শুক্রবার, অর্থাৎ ৮ নভেম্বর থেকে আগামী মঙ্গলবার, অর্থাৎ ১২ নভেম্বর পর্যন্ত প্রতি দিন বিকেল ও রাতে হাওড়া-ব্যান্ডেল শাখায় বাড়তি ট্রেন চালানো হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৭:০৯
Special local train run in Howrah division for Jagaddhatri puja

হাওড়া-ব্যান্ডেল শাখায় আপ-ডাউন মিলিয়ে চলবে ১০টি অতিরিক্ত ট্রেন। —ফাইল ছবি।

শুক্রবার জগদ্ধাত্রী পুজোর সপ্তমী। পুজো উপলক্ষে চন্দননগরে নামবে সাধারণ মানুষের ঢল। পুজোয় আলোর রোশনাইতে মেতে উঠবে গোটা শহর। দূরদূরান্ত থেকে মানুষ আসেন চন্দননগরের বিভিন্ন মণ্ডপের প্রতিমা দর্শনে। সেই কথা মাথায় রেখে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত হাওড়া ডিভিশনে প্রতি দিন পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। কর্তৃপক্ষ জানিয়েছেন, হাওড়া-ব্যান্ডেল শাখায় প্রতি দিন আপ-ডাউন মিলিয়ে ১০টি অতিরিক্ত ট্রেন চলবে। শুধু তা-ই নয়, হাওড়া-বর্ধমান ডিভিশনে এক জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।

Advertisement

রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী শুক্রবার, অর্থাৎ ৮ নভেম্বর থেকে আগামী মঙ্গলবার, অর্থাৎ ১২ নভেম্বর পর্যন্ত প্রতি দিন বিকেল ও রাতে হাওড়া-ব্যান্ডেল শাখায় বাড়তি ট্রেন চালানো হবে। হাওড়া থেকে ব্যান্ডেলগামী বিশেষ ট্রেনগুলি ছাড়বে বিকেল ৫.২০, সন্ধ্যা ৭.৫৫, রাত ৮. ৩৫, রাত ১১.৩০ এবং রাত ১২.৩০-তে। অন্য দিকে, ব্যান্ডেল থেকে হাওড়াগামী বিশেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬.৩৫, রাত ৯.২০, রাত ৯.৫৫, রাত ১টা এবং রাত ২টোয়।

পাশাপাশি, হাওড়া থেকে বর্ধমানগামী বিশেষ ট্রেন ছাড়ার পরিকল্পনা করেছে পূর্ব রেল। জানানো হয়েছে, রাত ১টা ১৫ মিনিটে। বর্ধমান থেকে হাওড়াগামী স্পেশ্যাল লোকাল ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। এ ছাড়াও, বিসর্জনের দিন, অর্থাৎ ১২ তারিখ হাওড়া-ব্যান্ডেল শাখায় আরও অতিরিক্ত ট্রেন চালাবে রেল। কয়েকটি লোকালের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। পুজোর চার দিন হাওড়া-মসাগ্রাম লোকাল (সন্ধ্যা সাড়ে ৭টা) বর্ধমান পর্যন্ত যাবে।

আরও পড়ুন
Advertisement