Train Service disrupted

হাওড়ায় ট্রেন বিভ্রাট! ব্রেক খারাপ হওয়ায় অবরুদ্ধ হয়ে পড়ে চারটি প্ল্যাটফর্ম, দুর্ভোগের শিকার যাত্রীরা

কারশেডে যাওয়ার পথে ট্রেনের ব্রেক খারাপ হয়ে অবরুদ্ধ হয়ে পড়েছিল হাওড়া স্টেশনের চারটি প্ল্যাটফর্ম। ঘণ্টাখানেকের চেষ্টায় ট্রেনটিকে সরানো হলেও, ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয়নি বলেই জানাচ্ছেন যাত্রীরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৩:৪৩
ট্রেনের ব্রেক খারাপ হয়ে অবরুদ্ধ হাওড়ার চার প্ল্যাটফর্ম।

ট্রেনের ব্রেক খারাপ হয়ে অবরুদ্ধ হাওড়ার চার প্ল্যাটফর্ম। —ফাইল চিত্র।

হাওড়ায় ট্রেন বিভ্রাটের জেরে দুর্ভোগে যাত্রীরা। কারশেডে যাওয়ার পথে ট্রেনের ব্রেক খারাপ হয়ে অবরুদ্ধ হয়ে পড়েছিল হাওড়া স্টেশনের চারটি প্ল্যাটফর্ম। ঘণ্টাখানেকের চেষ্টায় ট্রেনটিকে সরানো হলেও, ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয়নি বলেই জানাচ্ছেন যাত্রীরা। তাঁদের বক্তব্য, রেলের তরফে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু তা একেবারেই নয়। বহু ট্রেন হাওড়ার আগে দাঁড়িয়ে রয়েছে। চন্দননগরের বাসিন্দা শোভন গোস্বামী বলেন, ‘‘১১টা ৪৫ থেকে সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন দাঁড়িয়েছিল হাওড়ার বাইরে। ট্রেন চলাচল কোথায় স্বাভাবিক হয়েছে?’’

Advertisement

রেল সূত্রে খবর, বুধবার সকাল ১০টা বেজে ২৪ মিনিটে ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে কারশেডের দিকে যাওয়ার পথে একটি ট্রেনের ব্রেকে সমস্যা দেখা যায়। ‘ব্রেক বাইন্ডিং’ হয়ে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। যার ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় হাওড়ার স্টেশনের ১, ২, ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মে। বেলা ১১টা ২৯ মিনিটে ট্রেনটি থেকে সরানো হয়। রেলের দাবি, ট্রেন বিভ্রাটের জেরে কয়েকটি লোকাল গড়ে ১৫ মিনিট দেরিতে চলেছে।

যদিও রেলের এই দাবি মানতে নারাজ যাত্রীরা। ব্যান্ডেল থেকে আসা শৌভিক দে বলেন, ‘‘সাড়ে ১১টার পর প্রায় ৪০ মিনিট ধরে হাওড়া স্টেশনের বাইরে ট্রেন দাঁড়িয়ে। প্রায় দিনই যদি এ রকম ঘটতে থাকে, তা হলে তো খুবই মুশকিল।’’

আরও পড়ুন
Advertisement