English Text Book

দ্বাদশে ইংরেজির পরিবর্তিত পাঠ্যক্রম ডাউনলোড করে পড়তে হবে, জানাল সংসদ

অনেকেই দাবি তুলেছিলেন, নতুন করে দ্বাদশে ইংরেজি পাঠ্যবই দেওয়া হোক। যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সম্প্রতি জানিয়েছে, ইংরেজি বই নতুন করে দ্বাদশে দেওয়া হবে না।

Advertisement
আর্যভট্ট খান
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ০৯:৩৬
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সম্প্রতি জানিয়েছে, ইংরেজি বই নতুন করে দ্বাদশে দেওয়া হবে না।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সম্প্রতি জানিয়েছে, ইংরেজি বই নতুন করে দ্বাদশে দেওয়া হবে না। —প্রতীকী চিত্র।

উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণির ইংরেজির পাঠ্যক্রমে কিছু পরিবর্তন হয়েছে। তবে নতুন করে ইংরেজি পাঠ্যবই দেওয়া হবে না পড়ুয়াদের। প্রতি বারের মতো তাদের একাদশ শ্রেণিতে পাওয়া দ্বাদশের ইংরেজি বই-ই পড়তে হবে। সে ক্ষেত্রে পরিবর্তিত পাঠ্যসূচি কী ভাবে পাবে পড়ুয়ারা? এই নিয়ে পড়ুয়া ও শিক্ষক মহলে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। অনেকেই দাবি তুলেছিলেন, নতুন করে দ্বাদশে ইংরেজি পাঠ্যবই দেওয়া হোক। যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সম্প্রতি জানিয়েছে, ইংরেজি বই নতুন করে দ্বাদশে দেওয়া হবে না।

Advertisement

এ দিকে, উচ্চ মাধ্যমিক স্তরে সংস্কৃতের পড়ুয়ারা জানিয়েছে, এখনও বাজারে অমিল তাদের বই। একটি বেসরকারি প্রকাশনা সংস্থার মাধ্যমে সংস্কৃত বই প্রকাশ করে সংসদ। পড়ুয়াদের প্রশ্ন, কবে বেরোবে সেই বই? সংসদ কর্তারা জানিয়েছেন, চলতি মাসের প্রথমেই সংস্কৃত বই বাজারে চলে আসবে।

দ্বাদশে ইংরেজির পাঠ্যক্রম কিছুটা পাল্টানো প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘পরিবর্তিত পরিচ্ছদগুলি আমাদের ওয়েবসাইটে থাকবে। সেখান থেকে ডাউনলোড করে তা পড়তে পারবে ছাত্রছাত্রীরা।’’

প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক স্তরে বাংলা এবং ইংরেজি পাঠ্যবই বিনামূল্যে পড়ুয়াদের দেওয়া হয়। কিছু দিনের মধ্যে সেগুলি স্কুলগুলিতে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে সংসদ। দ্বাদশ শ্রেণিতে নতুন করে ইংরেজি বই দেওয়া হয় না। একাদশ ও দ্বাদশের ইংরেজি পাঠ্যপুস্তক একসঙ্গে একাদশ শ্রেণিতেই দেওয়া হয়। এখন যারা দ্বাদশ শ্রেণিতে উঠল, তাদের হাতে গত বছর একাদশে পাওয়া ইংরেজি পাঠ্যবই আছে। সেখানে এই বদলে যাওয়া পাঠ্যক্রম নেই।

ইংরেজি শিক্ষকদের একাংশের প্রশ্ন, দ্বাদশ শ্রেণির পাঠ্যবইয়ে দু’টি নতুন গল্প এবং নাটক যুক্ত হয়েছে। সবার পক্ষে কি ডাউনলোড করে পড়া সম্ভব? অভিভাবকেরা জানাচ্ছেন, ইংরেজি পাঠ্যবই না বেরোলেও ইংরেজির সহায়ক বই বার করে ফেলেছেন প্রকাশকেরা। একটি প্রকাশনা সংস্থা ওই সহায়িকায় আলাদা করে নতুন গল্প এবং নাটক ছাপিয়েছে। অভিভাবকদের একাংশের মত, সহায়িকা বইটি কিনলেই নতুন গল্প এবং নাটক পাওয়া যাচ্ছে। কিন্তু সবাই ওই সহায়িকা না-ও কিনতে পারে। তা হলে কি গল্প এবং নাটক ডাউনলোড করে পড়া ছাড়া অন্য উপায় থাকবে না, প্রশ্ন তাঁদের।

Advertisement
আরও পড়ুন