Sandeshkhali Row

গামছা দিয়ে মাথা ঢেকে প্রশাসনের চোখ এড়িয়ে সন্দেশখালিতে সিপিএম ঘনিষ্ঠ বিদ্বজ্জনেরা

মঙ্গলবার সকালে সন্দেশখালি অভিমুখে রওনা দিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। কিন্তু তাঁকে কলকাতার উপকণ্ঠেই আটকে দেয় পুলিশ। তাঁকে ‘প্রিভেন্টিভ অ্যারেস্ট’ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
সন্দেশখালি শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৫
সন্দেশখালির বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন বাদশা মৈত্র, দেবদূত ঘোষেরা।

সন্দেশখালির বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন বাদশা মৈত্র, দেবদূত ঘোষেরা। — ছবি: সংগৃহীত।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪৭ key status

জামিন পেলেন সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ

সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে জামিনে মুক্তি দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবারই তাঁকে মুক্তি দিতে হবে। সেই নির্দেশ পালিত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার ধারায় মামলা হবে, বলে হুঁশিয়ারি বিচারপতির। 

timer শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩৪ key status

সন্দেশখালি যাওয়ার পথে সায়েন্স সিটিতে গ্রেফতার নওশাদ

কথা ছিল, সন্দেশখালি এবং বাসন্তীতে যাবেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। কিন্তু কলকাতার সায়েন্ট সিটির কাছেই তাঁর গাড়ি আটকে দেয় পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় বিধায়ককে। পরে পুলিশ তাঁকে ‘প্রিভেন্টিভ অ্যারেস্ট’ করে নিয়ে চলে যায়। 

Advertisement
timer শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩১ key status

ন্যাজাটে আটকানো হল কংগ্রেসের প্রতিনিধি দলকে

সন্দেশখালিতে যাওয়ার পথে আবার আটকানো হল কংগ্রেসের প্রতিনিধি দলকে। মঙ্গলবার সকালে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় কয়েক জন কংগ্রেস নেতা, কর্মীকে নিয়ে সন্দেশখালির দিকে রওনা হন। কিন্তু ন্যাজাট থানার পুলিশ তাঁদের আটকে দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে দেখা যায় কংগ্রেসের নেতাদের। যদিও পুলিশ তাঁদের সন্দেশখালি যেতে দেয়নি।  কংগ্রেসের প্রতিনিধি দলকে গ্রেফতার করে পুলিশ। 

timer শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৩ key status

সন্দেশখালিতে সিপিএম ঘনিষ্ঠ বিদ্বজ্জনেরা

পুলিশ প্রশাসনের চোখ এড়িয়ে সন্দেশখালি পৌঁছে গেলেন সিপিএম ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা। সেই দলে রয়েছেন অভিনেতা বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, সৌরভ পৌলধী, জয়রাজ ভট্টাচার্যরা। পুলিশ যাতে না আটকায় তাই তাঁরা এক এক করে সন্দেশখালি ঢুকেছেন। আর ঢোকার সময় নজর এড়াতে কেই মাথা ঢেকেছিলেন গামছায়, আবার কারও গায়ের চাদর দিয়ে মাথা ছিল মোড়া। সন্দেশখালিতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁদের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন