Sadhan Pande

Sadhan Pande Funeral: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন সাধন পাণ্ডের

বিধানসভায় শায়িত ছিল দেহ। সাধনকে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিজেপি নেতারাও।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৪৮
বিধানসভায় শায়িত সাধন পাণ্ডের মৃতদেহ।

বিধানসভায় শায়িত সাধন পাণ্ডের মৃতদেহ। নিজস্ব চিত্র।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৫২ key status

নিমতলা শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডের শেষকৃত্য সম্পন্ন হল নিমতলা শ্মশানঘাটে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। তার আগে বিধানসভায় তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিরোধী দলের প্রতিনিধিরাও।

timer শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩১ key status

শেষ শ্রদ্ধা জানালেন ঋতুপর্ণা-মিমি

সাধন পাণ্ডেকে শেষ শ্রদ্ধা জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেমগুপ্ত এবং মিমি চক্রবর্তী। শ্রেয়াকে সমবেদনাও জানান এই দুই অভিনেত্রী।

Advertisement
timer শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১২:৫৯ key status

শ্রদ্ধা জানানো হল, বিরোধী গেরুয়া শিবিরের পক্ষ থেকে

বিরোধী গেরুয়া শিবিরের পক্ষ থেকে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল এবং খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, সাধনের মরদেহে মাল্যদান করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।

timer শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১২:২৫ key status

সাধন পাণ্ডের মৃত্যুতে সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

রবিবার মুম্বইয়ে প্রয়াত হন রাজ্যের বর্ষীয়ান বিধায়ক তথা মন্ত্রী সাধন পাণ্ডে। রবিবার মুম্বইয়ে প্রয়াত হয়েছেন সাধন পাণ্ডে। রবিবার গভীর রাতে তাঁর দেহ এসে পৌঁছয় দমদম বিমানবন্দরে। সেখানে প্রয়াত সতীর্থর দেহ আনতে যান দমকল মন্ত্রী সুজিত বসু ও নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। সাধনের দেহ রাতেই বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় কলকাতা পুরসভার নিজস্ব মর্গ ‘পিস ওয়ার্ল্ডে’। সাধন পাণ্ডের মৃত্যুতে সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

উল্লেখ্য, ১৯৮৫ সাল থেকে আমৃত্যু বিধানসভার সদস্য ছিলেন তিনি। প্রথম বার বড়তলা বিধানসভার উপনির্বাচনে জিতে বিধায়ক হন সাধন। সেই থেকে শুরু। ২০২১ সালে মানিকতলা বিধানসভা থেকে শেষ বার জয় পান তিনি।

Advertisement
timer শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১২:২৫ key status

দুপুর ১২টায় সাধন পাণ্ডের দেহ নিয়ে আসা হল পশ্চিমবঙ্গ বিধানসভায়

সোমবার দুপুর ১২টায় রাজ্যের বর্ষীয়ান বিধায়ক তথা মন্ত্রী সাধন পাণ্ডের দেহ নিয়ে আসা হল পশ্চিমবঙ্গ বিধানসভায়। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন তাঁর সতীর্থরা। বিধানসভা থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে উত্তর কলকাতার বাসভবনে। সেখান থেকে নিমতলা শ্মশানে হবে তাঁর শেষকৃত্য।

timer শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১২:২৫ key status

বিধানসভায় উপস্থিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিধানসভায় উপস্থিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় শায়িত সাধন পাণ্ডের মৃতদেহ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন