সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টে কোটি টাকার হদিস, দাবি সিবিআইয়ের। — নিজস্ব চিত্র।
অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টে এ বার কোটি টাকার হদিস মিলল। ওই টাকা রয়েছে স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট) হিসাবে। বৃহস্পতিবার বীরভূমের বোলপুরের ইন্ডিয়ান ব্যাঙ্ক (পুরনো ইলাহাবাদ ব্যাঙ্ক)-এ যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র আধিকারিকেরা। সেখানে তাঁরা ব্যাঙ্কের বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন। তাতেই সন্ধান মেলে ওই ফিক্সড ডিপোজিটের। এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে।
গরু পাচার-কাণ্ডে অনুব্রতকে গ্রেফতার করার পর তাঁর সম্পত্তির হদিস পেতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। তদন্তকারীরা সুকন্যার নামে বেশ কয়েকটি জমির সন্ধান পেয়েছিলেন আগেই। এ বার সুকন্যার নামে ইন্ডিয়ান ব্যাঙ্কে এক কোটি টাকার ফিক্সড ডিপোজিটের সন্ধান মিলল। সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, ওই ফিক্সড ডিপোজিট ‘ফ্রিজ’ করা হয়েছে। গরু পাচার মামলায় সিবিআই-এর নজরে রয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিতেরাও। ব্যাঙ্কে তাঁদের লেনদেনের নথি খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকেরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ শান্তিনিকেতনের রতন কুঠিতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয় বোলপুরের একটি বেসরকারি ব্যাঙ্কের দুই আধিকারিককে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ওই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে অনুব্রতের ‘ঘনিষ্ঠ’ হিসাবে এলাকায় পরিচিতদের। সেই অ্যাকাউন্টগুলি থেকে বছরে কত টাকা লেনদেন হয়েছে, তা সবিস্তারে খোঁজ নেন সিবিআই আধিকারিকরা। এর পর চার সিবিআই আধিকারিক যান বোলপুরের ইন্ডিয়ান ব্যাঙ্কে। সেখানে তাঁরা খতিয়ে দেখেন নানা নথিপত্র।
অনুব্রতের মেয়ে সুকন্যা পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা। সিবিআইয়ের দাবি, সরকারি চাকরি করার পাশাপাশি রয়েছে সুকন্যার ব্যবসাও। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সুকন্যা কয়েকটি সংস্থার ডিরেক্টরও। পাশাপাশি, পাওয়া গিয়েছে তাঁর নামে জমিও। এ বার তাঁর নামে কোটি টাকার ফিক্সড ডিপোজিটের হদিস মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। এর আগে অনুব্রতের ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬.৯৭ কোটি টাকার হদিস পেয়েছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, হদিস পাওয়া বিপুল পরিমাণ টাকার অঙ্ক বিভিন্ন জেলার একাধিক ব্যাঙ্কে রয়েছে মূলত ফিক্সড ডিপোজিট হিসাবে।