Potato Truck Seized

আটকে আলুর ট্রাক, ভুয়ো চালানের চক্র

শনিবার ডুবুরডিহি চেকপোস্টের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের চালক গৌর সিংহ জানান, পশ্চিম মেদিনীপুর থেকে আলু নিয়ে ঝাড়খণ্ডে যাচ্ছিলেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ০৮:২৭
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আসানসোল: ভিন্‌ রাজ্যে আলু পাঠানোর বিষয়টি বিবেচনা করবে রাজ্য সরকার, এই আশায় কর্মবিরতি প্রত্যাহার করেছিল আলু ব্যবসায়ীদের সংগঠন। কিন্তু সীমানায় আলু বোঝাই ট্রাক আটকানো চলছেই বলে অভিযোগ। শনিবার ঝাড়খণ্ড সীমানায় পশ্চিম বর্ধমানের ডুবুরডিহি চেকপোস্টে আলু বোঝাই বেশ কিছু ট্রাক আটকে থাকতে দেখা যায়। এরই মধ্যে, অন্য সামগ্রী পরিবহণের ভুয়ো চালান দেখিয়ে আলু পাচারের চেষ্টার অভিযোগেও কয়েকটি ট্রাক আটক করেছে পুলিশ।

Advertisement

শনিবার ডুবুরডিহি চেকপোস্টের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের চালক গৌর সিংহ জানান, পশ্চিম মেদিনীপুর থেকে আলু নিয়ে ঝাড়খণ্ডে যাচ্ছিলেন। প্রায় তিন দিন এখানে আটকে আছেন। তিনি বলেন, ‘‘আলুর বস্তা থেকে জল বেরোচ্ছে। এ বার না যেতে দিলে প্রচুর ক্ষতি হবে।’’ আর একটি ট্রাকের চালর কিঙ্কর মণ্ডলের বক্তব্য, ‘‘মালিকের আশা, পুলিশ গাড়ি ছাড়বে। তাই অপেক্ষা করছি। আলু পচতে শুরু করেছে।’’

পুলিশ সূত্রের খবর, আলু ভিন্‌ রাজ্যে যেতে দেওয়ার বিষয়ে নতুন কোনও নির্দেশ মেলেনি। আলু যেখান থেকে আনা হচ্ছিল, সেখানে ফেরত নিয়ে যেতে বলা হচ্ছে চালকদের। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, ‘‘বৃহৎ স্বার্থে আমরা কর্মবিরতি তুলেছি। কিন্তু ভিন্ রাজ্যে আলু পাঠাতে পারছি না। কৃষি বিপণন দফতরে আবেদন করেছি। আশা করছি, মঙ্গলবারের মধ্যে সমাধানের পথ বেরোবে।’’

পুলিশ জানায়, এমন কয়েকটি ট্রাক আটক করা হয়েছে, যেগুলির চালক পাথরের গুঁড়ো বা পশুখাদ্য পরিবহণের চালান দেখিয়েছেন। কিন্তু ট্রাকে তল্লাশি করে আলুর বস্তা মিলেছে। পুলিশের দাবি, চালকদের প্রশ্ন করে জানা গিয়েছে, চেকপোস্টের আশপাশে কিছু চক্র সক্রিয় হয়েছে, যারা ভুয়ো চালানে আলুর ট্রাক পার করার আশ্বাস দিচ্ছে চালকদের। তাই নজরদারি বাড়ানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন