Bank Locker Loot

কসবার ফ্ল্যাটে ১০ কোটি টাকার হিরের গয়না! হদিস মিলল পার্ক স্ট্রিটে ব্যাঙ্কের লকার থেকে চুরির তদন্তে

পার্ক স্ট্রিটের এক ব্যাঙ্কের লকার থেকে চুরির অভিযোগে দুই ব্যাঙ্ককর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের জেরা করে কসবার একটি ফ্ল্যাট থেকে ১০ কোটি টাকার হিরের গয়নার সন্ধান পাওয়া গিয়েছে। সেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ২০:৩০
কসবার ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত হওয়া সোনা এবং হিরের গয়না।

কসবার ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত হওয়া সোনা এবং হিরের গয়না। —নিজস্ব চিত্র।

পার্ক স্ট্রিটের একটি ব্যাঙ্কের লকার থেকে চুরির তদন্তে কোটি কোটি টাকার সোনা এবং হিরের গয়না খুঁজে পেল পুলিশ। কসবায় বোসপুকুর রোডের ধারে একটি ফ্ল্যাটে হানা দিয়ে ১০ কোটি টাকার হিরের গয়না উদ্ধার করেছে পুলিশ। পাওয়া গিয়েছে প্রায় ২৮ লক্ষ টাকার সোনার গয়নাও। এ ছাড়া ১১টি সোনার বার এবং ছ’টি স্বর্ণমুদ্রাও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Advertisement

গত বছরের ডিসেম্বরে পার্ক স্ট্রিটের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার থেকে গয়না এবং অন্য মূল্যবান জিনিসপত্র চুরি যাওয়ার অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে দু’জন ব্যাঙ্ককর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। চুরির ঘটনায় জড়িত সন্দেহে ব্যাঙ্কের ওই শাখার লকার ইন-চার্জ মৌমিতা শীকে গ্রেফতার করে পুলিশ। তাঁর দাবি মিঠুন শী-ও ওই ব্যাঙ্কেরই কর্মী। তাঁকেও গ্রেফতার করা হয়। দু’জনেই বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। পুলিশ সূত্রে খবর, জেরায় অভিযোগ স্বীকার করছেন তাঁরা। অভিযুক্তদের জেরা করে কসবার ওই ফ্ল্যাটের সন্ধান পায় পুলিশের তদন্তকারী দল। সেই সূত্র ধরেই গতরাতে কসবার ওই ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

কসবার ফ্ল্যাট থেকে হার, বালা, কানের দুল, আংটি-সহ ২৭টি হিরের গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। যার আনুমানিক বাজার দর প্রায় ১০ কোটি টাকা। এ ছাড়া প্রায় ২৮ লক্ষ টাকা দামের সাতটি সোনার গয়নাও পাওয়া গিয়েছে। মিলেছে ১১টি সোনার বার এবং ছ’টি স্বর্ণমুদ্রা। যার দাম যথাক্রমে সাড়ে ৬৬ লক্ষ টাকা এবং প্রায় চার লক্ষ টাকা।

মঙ্গলবার রাতে কসবার ফ্ল্যাট থেকে গয়নার পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে সোনার বার এবং স্বর্ণমুদ্রাও।

মঙ্গলবার রাতে কসবার ফ্ল্যাট থেকে গয়নার পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে সোনার বার এবং স্বর্ণমুদ্রাও। —নিজস্ব চিত্র।

গত বছর ১৪ ডিসেম্বর পার্ক স্ট্রিট থানায় এক মহিলা অভিযোগ করেন, ব্যাঙ্কের লকারে রাখা তাঁর সোনা এবং হিরের গয়না চুরি গিয়েছে। যার বাজারমূল্য আনুমানিক এক কোটি ২৫ লক্ষ টাকা। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। তদন্তে গত ১০ জানুয়ারি কসবার জগন্নাথ ঘোষ রোডের বাড়ি থেকে গ্রেফতার করা হয় মৌমিতা এবং মিঠুনকে। সেই সময়েই তদন্তে নেমে বাজেয়াপ্ত হয় প্রায় ৩০ লক্ষ টাকা। এ ছাড়া প্রায় ৫৬ লক্ষ টাকার সোনার গয়না, দু’টি আইফোন এবং সাড়ে ২৭ লক্ষ টাকার একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছিল।

Advertisement
আরও পড়ুন