IPL 2025

উদ্বোধনী ম্যাচে মাঠে ঢুকে বিরাটের পা ছুঁয়ে প্রণাম! অভিযুক্ত তরুণকে গ্রেফতার করল পুলিশ

ঘটনার পরই অভিযুক্ত তরুণকে আটক করে ময়দান থানায় নিয়ে যায় পুলিশ। সাব ইন্সপেক্টর ইউ আলির অভিযোগের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৬:৩১
Police arrested who entered inside the field and touched the feet of Virat Kohli during KKR vs RCB match in Eden Gardens

শনিবার ইডেনে ম্যাচ চলাকালীন বিরাট কোহলির পা ছুঁয়ে প্রণাম তরুণের। ছবি: ফেসবুক।

ভরা ইডেন। সেখানে কান পাতলে তখন শুধু একটাই চিৎকার, ‘বিরাট, বিরাট...’! অগণিত ভক্তের মন ভাঙেননি তিনি। তাঁর ব্যাটে তখন রানের ফুলঝুরি। সেই সময় আচমকাই নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠের মধ্যে ঢুকে পড়েন এক ব্যক্তি। এসে সটান বিরাট কোহলির পা ধরে শুয়ে পড়েন! সেই ঘটনার ভিডিয়ো শনিবার রাত থেকেই ঘুরছে সমাজমাধ্যমের পাতায়। এ বার এই ব্যাপারে পদক্ষেপ করল কলকাতা পুলিশ। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, জানাল লালবাজার।

Advertisement

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ইডেনে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে মাঠে ঢুকে পড়ার অভিযোগে ঋতুপর্ণ পাখিরা নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুর থানা এলাকায়। শনিবার ইডেনের ‘জি’ ব্লকে দর্শকাশনে ছিলেন তিনি। আরসিবির ইনিংসের তখন ১৩তম ওভার চলছে। ক্রিজ়ে রয়েছেন বিরাট। তাঁর ব্যাটে তখন চার, ছয়ের বন্যা। ইডেনে দাঁড়িয়ে কলকাতাকে হারানোর সব ছক কষে ফেলেছেন তিনি। সেই সময়ই মাঠে ঢুকে পড়েন ঋতুপর্ণ।

পুলিশ সূত্রে খবর, ‘জি’ ব্লকের সামনে থাকা নিরাপত্তাকর্মীদের চোখে ‘ধুলো’ দিয়ে ঋতুপর্ণ জাল টপকে সোজা ঢুকে পড়েন মাঠে। তাঁকে ধরার জন্য পিছন পিছন তখন ছুটছেন নিরাপত্তাকর্মীরা। যদিও সেই দিকে তাঁর কোনও ভ্রুক্ষেপ নেই। সোজা ছুটে চলে যান বিরাটের কাছে। ক্রিজের মাঝেই বিরাটের পা ধরে সাষ্টাঙ্গে প্রমাণ করেন তিনি। যদিও পরমুহূর্তেই নিরাপত্তাকর্মীদের হাতে ধরা পড়েন ঋতুপর্ণ।

ঘটনার পরই অভিযুক্ত তরুণকে আটক করে ময়দান থানায় নিয়ে যায় পুলিশ। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। সেই মামলায় রবিবার ঋতুপর্ণকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় পুলিশ পদক্ষেপ করলেও নিরাপত্তার গাফিলতি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

Advertisement
আরও পড়ুন