Police Attack in Malda

ফের পুলিশকে লক্ষ্য করে গুলি, গোয়ালপোখরের পর এ বার কালিয়াচক! গ্রেফতার দুই

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার তল্লাশি অভিযানে গিয়েছিল কালিয়াচক থানার পুলিশ। তবে ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দু’জন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৯:০৯
Two man fired upon police in Malda’s Kaliachak

দুই ধৃতকে ধরে থানায় নিয়ে যায় পুলিশ। —নিজস্ব চিত্র।

আবার রাজ্যে পুলিশকে লক্ষ্য করে চলল গুলি। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিশের উপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতে ঘটল এই ঘটনা। এ বার মালদহের কালিয়াচক। বেআইনি কাশির ওষুধ উদ্ধার করতে গিয়ে হামলার মুখে পড়েন পুলিশকর্মীরা। এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার তল্লাশি অভিযানে গিয়েছিল কালিয়াচক থানার পুলিশ। তবে ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দু’জন। তবে লক্ষ্যভ্রষ্ট হয়। তার পরই পুলিশ দু’জনকে ধরে। ধৃতেরা হলেন বরুণ মণ্ডল এবং মিঠুন শেখ। দু’জনেরই বাড়ি কালিয়াচক থানা এলাকায়।

জানা গিয়েছে, বরুণের বাড়ি উমাকান্ত টোলার জানুটোলা এলাকায়। আর মিঠুনের বাড়ি দক্ষিণ কদমতলায়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ১০০ বোতল ফেনসিডিল (কাশির ওষুধ)। এ ছাড়াও একটি সেভেন এমএম পিস্তল, দু’টি কার্তুজ, একটি ম্যাগাজিন পাওয়া গিয়েছে।

উল্লেখ্য, গোয়ালপোখরে পুলিশের উপর গুলি চালিয়ে আদালত চত্বর থেকে পালিয়ে গিয়েছিলেন খুনের আসামি সাজ্জাক আলম। দু’জন পুলিশকর্মী তাঁর গুলিতে জখম হন। ঘটনার দু’দিন পরে সাজ্জাককে চোপড়ার বাংলাদেশ সীমান্তে গুলি করে মারে পুলিশ। এর পর ওই ঘটনার সঙ্গে যুক্ত সাজ্জাকের সহযোগী আব্দুল হোসেন এবং হবিবুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement
আরও পড়ুন