Look Revealed

প্রতিমের ‘রান্নাবাটি’ ছবিতে ঋত্বিক-সোহিনী জুটি, প্রথম সাজ প্রকাশিত

আইটি সেক্টরে কর্মরত বাবা কি একা হাতে মেয়েকে মানুষ করতে পারবে? পারবে একাধারে বাবা আর মা হয়ে উঠতে?

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ০০:২৬
প্রতিম ডি গুপ্তর 'রান্নাবাটি' ছবিতে ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার।

প্রতিম ডি গুপ্তর 'রান্নাবাটি' ছবিতে ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার।

ছেলেবেলায় পুতুলখেলা, রান্নাবাটি কমবেশি সব মেয়েই খেলে। যেন এই দিয়েই সংসার সামলানোর হাতেখড়ি। ছেলেরা এই খেলায় কখনও অংশ নেয় না। ফলে, সে এই বিষয়ে গোড়া থেকেই অনভিজ্ঞ। বড়বেলায় সেই পুরুষকেই যদি একা হাতে সংসার আবার সন্তানও সামলাতে হয়? সেই সন্তান যদি মেয়ে হয়? আচমকা ‘একা বাবা’র দায়িত্ব বর্তায় তার কাঁধে? সেই পুরুষ পাশ করে না ফেল? এই গল্প নিয়েই প্রতিম ডি গুপ্তের আগামী ছবি ‘রান্নাবাটি’। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার। দুই অভিনেতার সাজ প্রথম প্রকাশিত আনন্দবাজার অনলাইনে।

Advertisement

‘একা মা’-এর গল্প নিয়ে অনেক ছবি হয়েছে। তুলনায় যেন ‘একা বাবা’রা পিছিয়ে। ‘চালচিত্র’র সাফল্যের পর রহস্য-রোমাঞ্চ ছেড়ে তাই প্রতিমের নতুন অনুসন্ধান? প্রশ্ন ছিল আনন্দবাজার অনলাইনের। পরিচালকের যুক্তি, “রহস্যধর্মী ছবি মানেই পরের ছবিতেও একই ধরনের গল্প, এটা মানি না। এতে আমিও একঘেয়েমিতে ভুগব, দর্শকও। তাই এ বার সম্পর্কের রহস্য উন্মোচন করব।” যেখানে রান্না গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কী রকম? পরিচালক জানিয়েছেন, অনেক রান্নায় মায়ের হাতের জাদু থাকে। যা আর কেউ পারে না কিংবা পছন্দের পদ অনেক সময় ভাঙা হৃদয় জোড়া লাগাতে পারে। এই দিকটাও দেখানো হবে। সঙ্গে থাকবে বাবা-মেয়ের গল্প, বাবার ‘মা’ হয়ে ওঠার যাত্রা।

সুজিত সরকারের ‘আই ওয়ান্ট টু টক’ কি কোনও ভাবে প্রতিমের মনে ছায়া ফেলেছে?

“সুজিতদার ‘পিকু’তেও বাবা-মেয়ের সুন্দর গল্প রয়েছে। দাদা অনায়াসে এই ধারার গল্প পর্দায় দেখাতে পারেন। ছবি তৈরির আগে এক বার দেখে নেব ভাবছি”, বললেন পরিচালক। ফেব্রুয়ারির মাঝামাঝি শুটিং হবে কলকাতা জুড়ে। ‘লুক’-এর ছবি বলছে, সোহিনী আধুনিকা। তাই কি? প্রতিমের কথায়, “আধুনিকা তবে উগ্র আধুনিকা নন। একই ভাবে আইটি সেক্টরে চাকরি করেও ঋত্বিকের মধ্যে পুরনো মূল্যবোধ বর্তমান। যদিও সোহিনী নাকি এই ছবিতে সরাসরি নায়কের বিপরীতে অভিনয় করবেন না! তা হলে? “সবটাই ক্রমশ প্রকাশ্য”, বললেন প্রতিম।

Advertisement
আরও পড়ুন