Raiganj Murder

ফাঁকা বাড়িতে মহিলাকে গলা কেটে খুন রায়গঞ্জে, শোয়ার ঘরে রক্তাক্ত দেহ দেখলেন ছেলে

শুক্রবার বিকেলে রায়গঞ্জের রবীন্দ্রপল্লি এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সুপ্রিয়া দত্ত। একচল্লিশ বছরের ওই মহিলা বাড়িতে একাই ছিলেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২২ ১৮:৪৪
কী ভাবে মৃত্যু হল মহিলার, কোনও কূলকিনারা পাচ্ছে না পরিবার।

কী ভাবে মৃত্যু হল মহিলার, কোনও কূলকিনারা পাচ্ছে না পরিবার। ছবি: সংগৃহীত।

নিজের ঘরে মহিলার গলাকাটা দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। শুক্রবার বিকেলে রায়গঞ্জের রবীন্দ্রপল্লি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সুপ্রিয়া দত্ত। একচল্লিশ বছরের ওই মহিলা বাড়িতে একাই ছিলেন বলে জানিয়েছে পরিবার।

শুক্রবার বিকালে বাড়িতে ঢুকে মাকে শোবার ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ছেলে। আঁতকে ওঠেন তিনি। চিৎকার-চেঁচামেচিতে ছুটে আসে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতার ছেলের দাবি, তিনি এক আত্মীয়ের বিয়ের জন্য টাকা ও গয়না তুলতে ব্যাঙ্কে গিয়েছিলেন। কোনও অশান্তির ঘটনা ঘটেনি।

Advertisement

তার মধ্যে মহিলার মৃত্যু কী ভাবে হল, ভেবে পাচ্ছেন না কেউ। ঘটনার রহস্য উন্মোচনে তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন