দুর্যোগ চলবে পাহাড়ে ছবি: টুইটার থেকে।
তীব্রতা কমলেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই উত্তরবঙ্গের বাসিন্দাদের। বৃহস্পতিবারও উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সব জেলায় সমান বৃষ্টি হবে না। কোন জেলায় কী রকম বৃষ্টি হতে পারে তা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। পাহাড়ের বাকি জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কম হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। উত্তরবঙ্গের বাকি তিন জেলা, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও হালকা বৃষ্টি হতে পারে।
বুধবার রাত থেকে অবশ্য নতুন করে বৃষ্টি হয়নি ডুয়ার্স এবং ভুটান পাহাড়ে। তার ফলে তিস্তার জলস্তর কিছুটা নেমেছে। জলপাইগুড়িতে তিস্তা ও জলঢাকা নদীর পার্শ্ববর্তী এলাকায় সেচ দফতরের তরফে যে লাল এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছিল সেটাও তুলে নেওয়া হয়েছে। তবে আকাশে কালো মেঘ রয়েছে। তাই পরিস্থিতি কিছুটা ভাল হলেও এখনও আতঙ্কে রয়েছেন পাহাড়ের বাসিন্দারা। ফের বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ফের ধস নামতে পারে পাহাড়ের বিভিন্ন এলাকায়।