Mumbai Accident

সাইকেল নিয়ে কেরামতি দেখাতে গিয়ে বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেওয়ালে, মৃত্যু কিশোরের

মুম্বইয়ের মীরা রোডের বাসিন্দা নীরজ যাদব। সাইকেল নিয়ে ঘোড়বুন্দার ফোর্টে যাওয়ার পথেই ঘটে দুর্ঘটনা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৫:০৯
A freak accident during a bicycle stunt has claimed the life of a teenager

সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার সময়ের দৃশ্য। ছবি: সংগৃহীত।

সাইকেল নিয়ে কেরামতি দেখাতে গিয়েই ঘটে গেল বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে দেওয়ালে ধাক্কা মারে এক কিশোর। গতির বলি হল সে! রাস্তার সিসি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা।

Advertisement

মুম্বইয়ের মীরা রোডের বাসিন্দা নীরজ যাদব। স্থানীয় সূত্রে খবর, বছর ষোলোর নীরজের কাছে তার সাইকেল ছিল প্রিয়। সাইকেলে চেপেই ঘুরত এ দিক ও দিক। সেই সাইকেল নিয়ে মীরা রোড থেকে ঘোড়বুন্দার ফোর্টে যাওয়ার কথা ছিল তার। কিন্তু বাড়ি থেকে বার হওয়ার পরই দুর্ঘটনা ঘটে। গলির রাস্তায় সাইকেল নিয়ে কেরামতি দেখাতে গিয়ে পাশের বাড়ির দেওয়ালে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে সাইকেল থেকে ছিটকে পড়ে রাস্তায়।

নীরজকে রাস্তায় পড়ে যেতে দেখেই ছুটে আসেন স্থানীয়েরা। রাস্তাতে পড়ার পরই জ্ঞান হারা। সে। সেই সঙ্গে মাথা থেকে রক্ত ঝরতে থাকে। ওই অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এলাকার মানুষই। কিন্তু তাকে বাঁচানো যায়নি। কর্তব্যরত চিকিৎসকেরা নীরজকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। থানায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু হয়েছে।

Advertisement
আরও পড়ুন