(ডান দিকে) আফরোজা খাতুন। (বাঁ দিকে) শিশুটির মা মালা বিবি। —নিজস্ব চিত্র।
বাড়ির সামনে রাস্তা থেকে এক ব্যবসায়ীর কন্যাসন্তানকে অপহরণ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। শনিবার সকালে এই ঘটনায় শোরগোল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামে। মেয়েটির খোঁজ শুরু করে পুলিশ।
অপহৃত মেয়েটির নাম আফরোজা খাতুন। বয়স সাত বছর। আফরোজার মা মালা বিবি জানান, সকালে বাড়ির সামনে রাস্তায় খেলছিল মেয়ে। তিনি ছিলেন পাশেই পুকুরপাড়ে। হঠাৎ হেলমেট মাথায় দুই যুবক মোটরবাইকে চেপে এসে তাঁর মেয়েকে তুলে নিয়ে চলে যান। তাঁদের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়েরা ছুটে এসেছিলেন। কিন্তু তত ক্ষণে অপহরণকারীরা পালিয়েছেন। ইতিমধ্যে পুলিশে অভিযোগ জানিয়েছে পরিবার।
মালা বলেন, ‘‘মেয়ে বাইরে পুকুরের পাশে খেলাধুলো করছিল। হঠাৎ মোটরসাইকেল নিয়ে দু’জন এসে আমার মেয়েকে তুলে নিয়ে চলে গিয়েছে।’’ মহিলার অভিযোগ, দিন কয়েক ধরে তাঁদের বাড়ির আশপাশে ওই মোটরবাইকটি নিয়ে দু’জন ঘোরাফেরা করছিলেন। কিন্তু তাঁরা যে অপহরণকারী, সেটা বুঝতে পারেননি। মালা জানান, তাঁর স্বামী ব্যবসায়ী। ব্যবসায়িক শত্রুতার কারণেও তাঁদের মেয়েকে কেউ অপহরণ করে থাকতে পারেন। তিনি মেয়েকে উদ্ধার করতে পুলিশ-প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন।
সকালের ওই ঘটনার প্রত্যক্ষদর্শী, টুম্পা খাতুন নামে মালার এক প্রতিবেশী বলেন, ‘‘কয়েক দিন ধরেই দু’জনকে একটি বাইক নিয়ে আমাদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখেছি। কিন্তু আমরা সঠিক বুঝতে পারিনি। আজ (শনিবার) মেয়েটি পুকুরের পাশে খেলাধুলা করছিল। সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় দু’জন।’’ দিনের বেলায় সকলের চোখের সামনে দিয়ে এ ভাবে শিশুকে অপহরণের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। এই ঘটনা নিয়ে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় যে সব সিসিটিভি রয়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খুঁজে বার করার চেষ্টা চলছে।