পূর্ব বর্ধমানের বামচাঁদাইপুরের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে গন্ডগোল। —নিজস্ব চিত্র।
মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় নিম্নমানের স্যালাইনের ব্যবহার নিয়ে বিতর্কের মাঝে এ বার পূর্ব বর্ধমানের বামচাঁদাইপুরের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে গন্ডগোল। রোগীর পরিজনেরা হাসপাতালের চিকিৎসকদের উপর চড়াও হন বলে অভিযোগ। হাসপাতালে কর্তব্যরত পুলিশকর্মীদের উপরেও হামলা চালানো হয়। ঘটনায় চার-পাঁচ জন পুলিশকর্মী জখম হন। তাঁদের মধ্যে এক জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালে অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় ও শক্তিগড় থানার ওসি। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার শকুন্তলা সরকার বলেন, “শক্তিগড় থানার স্বত্বিপল্লির এক যুবক বৃহস্পতিবার পায়ে চোট নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা চলাকালীন রোগীর সঙ্গে থাকা কয়েক জন চিকিৎসা পরিষেবা নিয়ে উষ্মা প্রকাশ করেন। এই নিয়ে তাঁরা অশান্তি শুরু করেন। হাসপাতালে কর্তব্যরত পুলিশকর্মীরা তাঁদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাঁরা চড়াও হন হাসপাতালের চিকিৎসকদের উপর। পুলিশ বাধা দিতে গেলে তাঁদের উপরেও আক্রমণ করা হয় বলে অভিযোগ। হাসপাতালও ভাঙচুর করা হয়।” শকুন্তলা আরও বলেন, “ঘটনায় চার-পাঁচ জন পুলিশ কর্মী জখম হন। তাঁদের মধ্যে এক জন হাসপাতালে ভর্তি আছেন।” খবর দেওয়া হয় শক্তিগড় থানার পুলিশকে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের শল্য চিকিৎসক শান্তনু সিংহ জানান, অসুস্থ যুবকের চিকিৎসা চলাকালীন কয়েক জন যুবক মত্ত অবস্থায় তাঁদের উপর চড়াও হন। তাঁর আরও অভিযোগ, চিকিৎসক ও পুলিশের উপর হামলা চালানো হয়। করা হয় মারধরও। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।