Siliguri

শিলিগুড়ির ‘কুরুক্ষেত্রে’ লক্ষ কণ্ঠে গীতাপাঠ! বহু ভক্ত হাজির ভিন্‌রাজ্য থেকে

রবিবার সকালে হাজার হাজার শঙ্খধ্বনির মাধ্যমে শুরু হয় লক্ষ কন্ঠের গীতাপাঠের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই সাজো সাজো রব কাওয়াখালি কুরুক্ষেত্র ময়দানে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৬
Gitapath organized by lakhs of voices in Siliguri

শিলিগুড়িতে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান। —নিজস্ব চিত্র।

শিলিগুড়ির কাওয়াখালির মাঠে রবিবার সকাল থেকেই হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল। সেখানেই আয়োজন হয়েছিল ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠে’র কর্মসূচি। বিভিন্ন জেলা থেকেই বটেই অন্য রাজ্য থেকেও মানুষ এসেছিলেন এই কর্মসূচিতে যোগ দিতে।

Advertisement

রবিবার সকালে হাজার হাজার শঙ্খধ্বনির মাধ্যমে শুরু হয় লক্ষ কন্ঠের গীতাপাঠের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই সাজো সাজো রব কাওয়াখালি কুরুক্ষেত্র ময়দানে। চার পাশ গেরুয়া পতাকায় সাজিয়েছেন আয়োজকেরা। তাঁদের দাবি, লক্ষাধিক মানুষ গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। তবে তা ছাড়া আরও অনেকেই যোগ দিয়েছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্তরা এসেছিলেন এই অনুষ্ঠানে।

সাধুসন্ত ছাড়াও রবিবারের অনুষ্ঠানে অনেক বিজেপি নেতানেত্রী ভিড় করেছিলেন। সেই তালিকায় রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কার্তিক মহারাজ, শঙ্কর ঘোষ, রাজু বিস্তা, জয়ন্ত রায়-সহ অনেকেই। রবিবারের অনুষ্ঠান থেকে সুকান্ত বলেন, ‘‘শ্রীকৃষ্ণ যে বাণী দিয়ে গিয়েছিলেন তা বিগত ৫০০০ বছরেও সত্য ছিল, এখনও সত্য, আগামী ৫০০০ বছর পরেও সেটাই সত্য থাকবে। গোটা বিশ্বকে গীতার মাধ্যমে দেওয়া সেই উপহার আমাদের দিয়ে গিয়েছেন৷ গোটা বিশ্বকে তিনি পথ দেখিয়েছেন।’’

Advertisement
আরও পড়ুন