Mihir Goswami

‘খেলা হবে না!’ বিজেপির মিহিরের ‘এমএলএ কাপ’ ভন্ডুলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি বিধায়কের অভিযোগ, শুধু শুধু অশান্তির সৃষ্টি করে টুর্নামেন্ট পণ্ড করে দিতে চাইছে শাসকদল। খেলা নিয়ে কারও বিরোধ থাকা বাঞ্ছনীয় নয়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২২
BJP MLA Mihir Goswami faces agitation by TMC in MLA Cup tournament

মিহিরের দাবি, তৃণমূলের ফেস্টুন ছেঁড়ার মতো কোনও ঘটনাই ঘটেনি। ইচ্ছাকৃত ভাবে গন্ডগোল পাকাচ্ছে শাসক শিবির। —নিজস্ব চিত্র।

তৃণমূলের দলীয় কার্যালয়ের ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কোচবিহারের তুফানগঞ্জের দেওচড়াই এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে দেওচড়াই তৃণমূল দলীয় কার্যালয়ে ফেস্টুন ছিঁড়ে দিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এরই প্রতিবাদে রবিবার নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে ‘গো ব্যাক স্লোগান’ দিল তৃণমূল। এমনকি, বিজেপি বিধায়কের উদ্যোগে ‘এমএলএ কাপ’-এর খেলা ভন্ডুলের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে।

রবিবার তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় দেওচড়াইয়ে। রবিবার সেখানেই স্থানীয় বিধায়ক মিহিরের উদ্যোগে ‘এমএলএ কাপ’ খেলা শুরু হওয়ার কথা ছিল। খেলার উদ্বোধন করতে মিহির সেখানে পৌঁছনোর আগেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীসমর্থকেরা। দেওয়া হয় স্লোগান। অন্য দিকে, মিহিরের অভিযোগ, ‘‘এমএলএ কাপ খেলা ভন্ডুল করতেই তৃণমূলের এই চক্রান্ত।’’

Advertisement

মিহিরের দাবি, তৃণমূলের ফেস্টুন ছেঁড়ার মতো কোনও ঘটনাই ঘটেনি। তাঁর কথায়, ‘‘কাল রাত ৩টে পর্যন্ত পুলিশ এই জায়গায় ছিল। ৪টে নাগাদ ওসি এখানে ঘুরে গিয়েছেন। তৃণমূলই ফেস্টুন ছিঁড়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করেছে।’’ বিজেপি বিধায়ক জানান, সবার জন্য ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। রাজনৈতিক দল-মত নির্বিশেষে যে কেউ অংশ নিতে পারেন। তাঁর কথায়, ‘‘খেলার আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বিজেপির পতাকা তোলা হয়নি। কিন্তু খেলা পণ্ড করতে তৃণমূল এই কাজ করেছে।’’ তিনি আরও বলেন, ‘‘১৬টা অঞ্চল থেকে খেলোয়াড়রা আসবেন। কিন্তু তাঁরা যাতে আসতে ভয় পান, তাই এই কাজ করেছে ওরা। আমার আশা, খেলা নিয়ে কেউ বিরোধিতা করবে না। কিন্তু তৃণমূল গন্ডগোল করেছে।’’

অন্য দিকে, তৃণমূলের অভিযোগ, রাতের অন্ধকারে তাদের পতাকা, ফেস্টুন ছেঁড়া হয়েছে। তুফানগঞ্জ ১ নং ব্লকের তৃণমূল সভাপতি মনোজ বর্মা বলেন, ‘‘এ নিয়ে থানায় অভিযোগ করেছি আমরা।’’

Advertisement
আরও পড়ুন