Sidharth-Kiara Wedding

বরবেশে দাঁড়িয়ে সিদ্ধার্থ, হেঁটে আসছেন কিয়ারা, তখন কী মনে হয়েছিল, জানালেন অভিনেত্রী

বিয়ের দিন দরজা খুলে দেখলেন বরবেশে দাঁড়িয়ে আছেন সিদ্ধার্থ। কেমন ছিল সেই দিনটা, জানালেন কিয়ারা?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৫
Kiara Advani Talks About her feelings seeing Sidharth Malhotra as her groom

সিদ্ধার্থকে বরের বেশে দেখে কিয়ারার মনে কী চলছিল? — ফাইল চিত্র।

৭ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র। জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে বসেছিল বিয়ের আসর। সাক্ষী ছিল তাঁদের ঘনিষ্ঠরা। গোলাপি রঙের লেহঙ্গায় নজর কেড়েছিলেন কিয়ারা। নায়িকার পান্না এবং হিরের হার। সিদ্ধার্থের পরনে ঘিয়ে রঙের শেরওয়ানি। অন্য সব বলিউড বিয়ের মতো এখানেও ছিল গোপনীয়তা। তবে বিয়ের এক দিনের মাথায় অভিনেত্রী তাঁর জীবনের সেই বিশেষ দিনের ভিডিয়ো সামনে আনেন। তাতেই দেখা গিয়েছে, বরবেশে দাঁড়িয়ে সিদ্ধার্থ। কিয়ারার অপেক্ষায়। মাথায় ফুলের শামিয়ানা। প্রাসাদের দরজা খুলে এগিয়ে আসছেন অভিনেত্রী। কাছeকাছি এসে আলিঙ্গন। মালাবদলের পর চুম্বন করলেন একে অপরকে। কিন্তু দরজা খুলে বরের সাজে সিদ্ধার্থকে দেখে কী মনে হয়েছিল কিয়ারার?

Advertisement

বিয়ের পর প্রথম বার কোনও অনুষ্ঠানে গেলেন কিয়ারা। হলুদ সিকুইন শাড়িতে সাজেন অভিনেত্রী। অনুষ্ঠানে হাজির ছিলেন সিদ্ধার্থও। মুম্বইয়ে ওই অনুষ্ঠানে যোগ দিতে এসেই মনের কথা জানালেন কিয়ারা। প্রথম বার বরবেশে সিদ্ধার্থকে দেখে কী মনে হয়েছিল তাঁর? কিয়ারার কথায়, ‘‘খুব আবেগপ্রবণ ছিলাম ওই দিন। নিজের ভালবাসার মানুষকে বিয়ে করছি। দরজা খোলার পর যখন ওঁর মুখটা দেখলাম, তখন মনে হল সত্যি সত্যি বিয়ে করছি!’’

সিদ্ধার্থ-কিয়ারার প্রেমকাহিনি রূপকথার থেকে কম কিছু নয়। ‘শেরশাহ’ ছবিতে সিড-কিয়ারার পর্দার রোম্যান্সে বুঁদ হয়েছিলেন দর্শকরা। সেই প্রেম গড়ায় বাস্তবেও। ওই ছবির শুটিংয়ের সময়েই মন দেওয়া-নেওয়া হয় দু’জনের।

Advertisement
আরও পড়ুন