Leopard attack

হঠাৎ ঝোপ থেকে ঝাঁপ মারল চিতাবাঘ! ডুয়ার্সে অল্পের জন্য রক্ষা পেলেন সাইকেল চালক

বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রান্তি ব্লকের দেবীপুর চা বাগানের কাছে চিতাবাঘের আক্রমণে জখম হয়েছেন সাইকেল আরোহী ওই গ্রামবাসী।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ ১১:৩৬
ডুয়ার্সে আবার চিতাবাঘের হামলায় জখম গ্রামবাসী।

ডুয়ার্সে আবার চিতাবাঘের হামলায় জখম গ্রামবাসী। নিজস্ব চিত্র।

ডুয়ার্সে আবার চিতাবাঘের আক্রমণ। বাইকচালকের পর এ বার সাইকেল আরোহীর ওপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রান্তি ব্লকের দেবীপুর চা বাগানের কাছে চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম হয়েছেন ওই ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্রান্তির নেওড়া মোড়ের বাসিন্দা ভেঙ্গচেং ওরাওঁ নামে ওই ব্যক্তি রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার দেবীপুরের কাছে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। এর পর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ আত্মীয়ের বাড়ি থেকে সাইকেল নিয়ে দেবীপুর চা বাগান সংলগ্ন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন।

Advertisement

সেই সময় চা বাগানের ঝোপ থেকে হঠাৎই একটি চিতাবাঘ ভেঙ্গচেংয়ের উপর লাফিয়ে পড়ে। থাবা মারে হাতে সাইকেল-সহ পড়ে যান তিনি। যদিও চিতাবাঘটি তার ওপর ঝাঁপানোর পরেই পালিয়ে যায়।সে সময় ওই রাস্তা দিয়ে বাইকে দু’জন আসছিলেন। তাঁরা স্থানীয় বাসিন্দাদের খবর দেন।

এর পর স্থানীয় পদ্মশ্রীপ্রাপক সমাজকর্মী করিমুল হকের উদ্যোগে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে মানব সেবা সদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। চিতাবাঘ ধরার জন্য বাগানে খাঁচা বসানোর দাবিও উঠেছে।

প্রসঙ্গত, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আলিপুরদুয়ার জেলার দলগাঁও চা বাগান সংলগ্ন এলাকায় একটি চলন্ত বাইকের উপর ঝাঁপিয়ে পড়েছিল চিতাবাঘ। খুবলে নিয়ে গিয়েছিল চালকের ঊরুর মাংস। এর পর নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে ডুয়ার্সের নাগরাকাটাতেও বাইকচালকের উপর চিতাবাঘের হামলার ঘটনা ঘটেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement