Tourist Death in Darjeeling

লামাহাটা থেকে দার্জিলিং যাওয়ার পথে হঠাৎ অসুস্থ, পাহাড়ে বেড়াতে গিয়ে মৃত্যু হুগলির বাসিন্দার

কী কারণে দীপাঞ্জনের মৃত্যু হল, তা নিয়ে সংশয়ে চিকিৎসকেরা। সোমবার দার্জিলিং জেলা সদর হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে জিটিএ-র পর্যটন বিভাগ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১১:০৪
A Hooghly resident died in Darjeeling, another tourist death case

প্রতিনিধিত্বমূলক ছবি।

দার্জিলিঙে ছুটি কাটাতে গিয়ে মৃত্যু হল এক বাঙালি পর্যটকের। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দার্জিলিঙে ঘোরার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ওই পর্যটককে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা দীপাঞ্জন সাহা (৫৮) পরিবার নিয়ে দিন তিনেক আগে দার্জিলিঙে বেড়াতে যান। শুক্রবার এবং শনিবার তাঁরা লামাহাটায় ছিলেন। রবিবার লামহাটা থেকে দার্জিলিঙে যান। সারা দিন ঘোরার পর লামাহাটা ফেরার পথে আচমকাই অসুস্থ বোধ করেন দীপাঞ্জন। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় দার্জিলিং জেলা সদর হাসপাতালে। তবে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

কী কারণে দীপাঞ্জনের মৃত্যু হল, তা নিয়ে সংশয়ে চিকিৎসকেরা। সোমবার তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে জিটিএ-র পর্যটন বিভাগ। এ বিষয়ে জিটিএ-র স্বাস্থ্য বিভাগের সভাসদ রাজেশ চৌহান বলেন, ‘‘আমরা মৃতদেহ অ্যাম্বুল্যান্সে করে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তবে কী কারণে মৃত্যু সেটা ময়নাতদন্তের পরই জানা যাবে।’’ বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।

উল্লেখ্য, শনিবার দার্জিলিঙে বেড়াতে গিয়ে পাহাড়ের খাদে পড়ে মুর্শিদাবাদের এক যুবকের মৃত্যুর খবর মিলেছিল। পাহাড়ে একটি ‘ভিউ পয়েন্ট’-এ দাঁড়িয়ে নিজস্বী (সেল্‌‌ফি) নিতে গিয়েছিলেন ১৮ বছরের আলাহীন শেখ। কিন্তু কোনও ভাবে পা ফস্কে খাদে পড়ে যান তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার রাতে এক বাঙালি পর্যটকের মৃত্যু হল দার্জিলিঙে।

Advertisement
আরও পড়ুন