Murshidabad

ডোমকলে তৃণমূল নেতার উপর হামলার ঘটনায় ধৃত দু’জন, আঙুল উঠছে দলেরই বিধায়কের দিকে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ১১ জনের নামে এফআইআর দায়ের হয়েছে। সেই তালিকায় রয়েছে মুকবল এবং আনোয়ারের নাম। মুকবলের বাড়ি ডোমকলের খান সাহেব পাড়ায়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
ডোমকল শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ১২:৩৯
হাসপাতালে চিকিৎসাধীন প্রদীপের মাথায় এবং বুকে চোট রয়েছে বলে খবর। —নিজস্ব চিত্র।

হাসপাতালে চিকিৎসাধীন প্রদীপের মাথায় এবং বুকে চোট রয়েছে বলে খবর। —নিজস্ব চিত্র।

মুর্শিদাবাদে তৃণমূল নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার হলেন দু’জন। রবিবার রাতে ডোমকল থানার পুলিশ মুকবল শেখ এবং আনোয়ার রফিক নামে দু’জনকে গ্রেফতার করে। সোমবার ধৃতদের জেলা আদালতে হাজির করিয়ে সাত দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ, এমনই খবর পুলিশ সূত্রে।

পুলিশ সূত্রেই জানা গিয়েছে, মোট ১১ জনের নামে এফআইআর দায়ের হয়েছে। সেই তালিকায় রয়েছে মুকবল এবং আনোয়ারের নাম। মুকবলের বাড়ি ডোমকল খান সাহেব পাড়ায়। ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মকবুল। আনোয়ার ডোমকলের রমনা সাতবাড়িয়া এলাকার বাসিন্দা।

Advertisement

রবিবার ডোমকল পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকীর ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ, তাঁকে লোহার রড দিয়ে আক্রমণ করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূল নেতা বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। প্রদীপ হামলার অভিযোগ তুলেছেন ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি ঋজু পাল এবং দলের প্রাক্তন অঞ্চল যুব সভাপতি বাবু শেখের বিরুদ্ধে। ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের দিকেও আঙুল তুলেছেন প্রদীপ। তাঁর কথায়, ‘‘ঋজু পাল আর বাবুর নেতৃত্বে বিধায়ক-ঘনিষ্ঠ ২০-২৫ জন দুষ্কৃতী আমার বারে (পানশালা) ঢুকে লোহার রড, বাঁশ, বন্দুক দিয়ে মারধর করে। বিধায়কের দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলাতেই এই আক্রমণ।’’

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ঋজু। বলেছেন, ‘‘আমি বাড়ি ছিলাম না। বলতে পারব না।’’ এ ঘটনায় ডোমকলের তৃণমূল বিধায়কের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

আরও পড়ুন
Advertisement