Cyclone Dana

ঘূর্ণিঝড়ে মৃত ১০,০০০! ২৫ বছর আগের বিভীষিকা থেকে শিক্ষা নিয়ে ‘মৃত্যুশূন্য’ ওড়িশা, কী ভাবে সম্ভব হল?

১৯৯৯ সালের সুপার সাইক্লোন। ২৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় সে বার তছনছ করে দেয় সৈকত রাজ্য। মৃত্যু হয় দশ হাজার মানুষের।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ২১:৫৪
Advertisement

ওড়িশায় বিজেপি সরকার গঠনের পর এটাই ছিল প্রথম ‘অগ্নিপরীক্ষা’। ‘ডেনা’ মোকাবিলায় শুরু থেকেই ‘জ়িরো ক্যাসুয়ালটি’ মিশনের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। সেই মতো ঘূর্ণিঝড়ের হানাদারির আগেই রাজ্যের দশ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় ওড়িশা সরকার। রাজ্যের দশ জেলায় উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। এনডিআরএফ-এর ২০টি দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকাজে শামিল হয় ওড়িশা বিপর্যয় মোকাবিলা দলের আরও ৫১টি টিম। গোটা পরিকল্পনায় প্রশিক্ষিত ভলান্টিয়ার-সহ গ্রাম পঞ্চায়েতগুলিকেও সুপরিকল্পিত ভাবে ব্যবহার করে ওড়িশা সরকার। ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগৎসিংহপুর, পুরী, বালেশ্বর, ময়ূরভঞ্জের মতো জেলায় চলে ‘ননস্টপ’ উদ্ধারকাজ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement