Mid Day Meal

ইঁদুর, টিকটিকির পর এ বার মিড ডে মিলের খাবারে মিলল আস্ত সাপ! নদিয়ায় চাঞ্চল্য, তদন্তের নির্দেশ

চাপড়া ব্লকের সিডিপিও বিপ্লব দাস বলেন, “অভিযোগ পেয়েছি। সমস্ত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারও গাফিলতি থাকলে নিশ্চিত ভাবে শাস্তিমূলক ব্যবস্থা হবে।’’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ২২:৩৩
Image of a snake in mid day meal

মিড ডে মিলের খাবারে সাপ পাওয়ায় চাঞ্চল্য নদিয়ায়। — নিজস্ব চিত্র।

মিড ডে মিলের খাবারে টিকটিকি, আরশোলা, ইঁদুরের পর এ বার মিলল আস্ত সাপ! শিশুদের রান্না করা খাবারে শনিবার আস্ত সাপ মেলায় উদ্বেগে অভিভাবকরা। কারণ, সেই খাবার খেয়েও ফেলেছে অনেক পড়ুয়াই। শনিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার আলফা গ্রাম পঞ্চায়েতের দমপুকুরের ৬০ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

অঙ্গনওয়াড়ির ভারপ্রাপ্ত শিক্ষিকা শাহানারা খাতুন বলেন, ‘‘রোজের মতো শনিবারও খাবার নিয়ে গিয়েছে বাচ্চারা। পরে এক অভিভাবক অভিযোগ জানান, তাঁর খাবারে আস্ত সাপ মিলেছে!’’ খিচুড়িতে সাপ পাওয়ার জন্য পরিকাঠামোকেই দায়ী করেছেন তিনি। তাঁর দাবি, অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই রান্না করতে হয়। তাই সাপ মেলার ঘটনায় আশ্চর্যের কিছু নেই।

Advertisement

শনিবারও বাচ্চার জন্য খাবার নিয়ে গিয়েছিলেন রঙ্গিলা বিবি। বাচ্চার খাবারে সাপ দেখে ভয় পেয়ে যান তিনি। বলেন, ‘‘অর্ধেক খাবার খাওয়ানোর পর সাপ দেখতে পাই। এ কথা বললেও দিদিমণিরা কেউ গুরুত্ব দেননি। ঠিকঠাক পরিষ্কার ভাবে রান্না হয় না। বার বার জানিয়েও কোনও লাভ হয়নি। এর দায় কে নেবে?’’

ঘটনার খবর পেয়ে এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খোঁজখবর নিতে শুরু করেন প্রশাসনিক কর্তারা। চাপড়া ব্লকের সিডিপিও বিপ্লব দাস বলেন, “অভিযোগ পেয়েছি। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারও গাফিলতি থাকলে শাস্তিমূলক ব্যবস্থা হবে।’’

দিন কয়েক আগেই নদিয়ার-১ ব্লকের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নোংরা পরিবেশে রান্নার করার অভিযোগ উঠেছিল। জেলা স্তরের কর্তারা পরিদর্শনে এসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। কর্তাদের হস্তক্ষেপেও যে সমস্যার সমাধান হয়নি, শনিবারের ঘটনাকে তারই প্রমাণ বলে মনে করছেন স্থানীয়রা।

Advertisement
আরও পড়ুন