Acciedent

দেখা হল না মেয়েকে, তেহট্টে স্কুটি থেকে ছিটকে পড়া বৃদ্ধার মাথার উপর দিয়ে ছুটে গেল বাস

এই দুর্ঘটনার পর অবশ্য টনক নড়েছে প্রশাসনের। শুরু হয়েছে বালি-পাথর সরানোর কাজ। স্থানীয়রা বলছেন, ‘‘আগে এই কাজ হলে এ ভাবে এক জনের প্রাণ যেত না।’’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
তেহট্ট শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ২০:০৯
স্কুটি করে মেয়ের বাড়ি যাচ্ছিলেন বৃদ্ধ দম্পতি, মৃত্যু হল বৃদ্ধার।

স্কুটি করে মেয়ের বাড়ি যাচ্ছিলেন বৃদ্ধ দম্পতি, মৃত্যু হল বৃদ্ধার। —প্রতীকী চিত্র।

খারাপ রাস্তার জন্য মাসুল গুনতে হল এক বৃদ্ধাকে। স্বামী-স্ত্রী স্কুটারে করে মেয়ের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল বছর ষাটের সরস্বতী মণ্ডলের। সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নওদা থানার সর্বাঙ্গপুর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, নিকাশি নালা তৈরির জন্য রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা বালি-পাথরের জন্য গাড়ি নিয়ে চলাচলই সমস্যার হয়ে দাঁড়িয়েছে। সোমবারের দুর্ঘটনাও এই কারণে।

স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্তোষ এবং সরস্বতী মণ্ডল নামে বৃদ্ধ দম্পতি স্কুটি করে তেহট্টের জিতপুর এলাকায় মেয়ের বাড়ি যাচ্ছিলেন। বেতাই – পলাশি রাজ্য সড়ক দিয়ে যাওয়ার সময় পলাশিপাড়ার প্রীতিময়ী গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র এবং থানার কাছে হয় দুর্ঘটনা। সামনের দিক থেকে আসা একটি টোটোকে রাস্তা দিতে গিয়ে সন্তোষ বালি, পাথর ছড়িয়ে ছড়িয়ে থাকা রাস্তায় এগোতে না পেরে স্কুটির ব্রেক কষেন। তাতে পিছনের আসনে বসা স্ত্রী রাস্তায় পড়ে যান। ওই সময়ই বেতাই–পলাশি রুটের একটি বেসরকারি বাস ধাক্কা মারে বৃদ্ধাকে। বাসের চাকা চলে যায় সরস্বতীর মাথার উপর দিয়ে। পরে পুলিশ ওই গাড়়িটিকে আটক করেছে।

Advertisement

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই বৃদ্ধাকে ভর্তি করেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতার আত্মীয় প্রশান্ত বিশ্বাস বলেন, ‘‘এই দুর্ঘটনার জন্য প্রশাসন পরোক্ষ ভাবে দায়ী। দীর্ঘ দিন ধরে রাস্তার দু’দিকে নিকাশি নালার কাজ হচ্ছে। বালি-পাথর ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে এমন ভাবে পড়ে আছে যে ঠিক ভাবে গাড়ি চলাচলের জায়গা নেই। এই কারণেই এই দুর্ঘটনা।’’

এই দুর্ঘটনার পর অবশ্য টনক নড়েছে প্রশাসনের। শুরু হয়েছে বালি-পাথর সরানোর কাজ। স্থানীয়রা বলছেন, ‘‘আগে এই কাজ হলে এ ভাবে এক জনের প্রাণ যেত না।’’

আরও পড়ুন
Advertisement