HS Exam

HS Exam Result: উচ্চ মাধ্যমিকে পাশ করানোর দাবিতে বিক্ষোভ, ভাঙচুর পড়ুয়াদের

সোমবার দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়াদের বিক্ষোভের খবর মিলল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জুলাই ২০২১ ১৮:১৪
ব্যাট হাতে পড়ুয়ারা। মুর্শিদাবাদের ডোমকলে।- নিজস্ব চিত্র।

ব্যাট হাতে পড়ুয়ারা। মুর্শিদাবাদের ডোমকলে।- নিজস্ব চিত্র।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পর হয় পাশ করানোর দাবিতে কিংবা কম নম্বর পাওয়ায় অসন্তোষ প্রকাশ করে রাজ্যের বিভিন্ন স্কুলে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। সোমবার দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়াদের বিক্ষোভের খবর মিলল। মুর্শিদাবাদের ডোমকলের একটি স্কুলে আবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরেও চলে গিয়েছিল। ডোমকল থানার অন্তর্গত রায়পুর হাইস্কুলে ভাঙচুরও চালিয়েছে পড়ুয়ারা।

ওই স্কুল সূত্রে খবর, এ বছর ১১৫ জন পরীক্ষা দিয়েছিল। স্কুলের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীই পাশ করে গিয়েছেন। কিন্তু তাঁদের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে নম্বর কম পাওয়া কেন্দ্র করে। যার জেরে মার্কশিট হাতে পাওয়ার পর তাঁরা স্কুলে ভাঙচুর পর্যন্ত চালিয়েছেন বলে অভিযোগ। পড়ুয়াদের অভিযোগ, স্কুলের গাফিলতিতেই তাঁদের নম্বর কম এসেছে।

Advertisement
রাস্তা অবরোধ করেছেন বাসন্তীর ফুলমালঞ্চ স্কুলের পড়ুয়ারা। -নিজস্ব চিত্র।

রাস্তা অবরোধ করেছেন বাসন্তীর ফুলমালঞ্চ স্কুলের পড়ুয়ারা। -নিজস্ব চিত্র।

সোমবার তাঁরা স্কুলে মার্কশিট নিতে গিয়েছিলেন। তখনই স্কুলের গেটে তালা লাগিয়ে প্রথমে বিক্ষোভ দেখান। তারপর স্কুলের ভিতরে ভাঙচুরও চালান বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

বাঁকুড়ার কেঞ্জেকুড়া দামোদর বালিকা বিদ্যালয় কিংবা দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ফুলমালঞ্চ ঋতু ভকত হাইস্কুলেও এমন ঘটনার খবর পাওয়া গিয়েছে। বাসন্তীর ওই স্কুলের পড়ুয়ারা পাশ করানোর দাবিতে সোমবার সকালে রাস্তা অবরোধ করেন। বাঁকুড়ার কেঞ্জেকুড়া দামোদর বালিকা বিদ্যালয়ের ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২ জন ফেল করেন। এর প্রতিবাদে সোমবার স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান তারাও।

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেরও একাধিক জায়গায় সোমবার বিক্ষোভ দেখান পড়ুয়ারা। চাকুলিয়ার শকুন্তলা উচ্চ বিদ্যালয়ে নম্বর বাড়ানোর দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ ভাঙচুরে পর্যবসিত হয়। কানকির জৈন মন্দির বিদ্যালয় এবং রায়গঞ্জের কৈলাসচন্দ্র রাধারানি বিদ্যাপীঠের পড়ুয়ারা জাতীয় সড়ক অবরোধ করেন। ঘন্টাখানেকের অবরোধে তীব্র যানজট তৈরি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। সোমবার স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়ে রাস্তা অবরোধ করেন কোচবিহারের তুফানগঞ্জ এম এন এন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাঁদের অভিযোগ, অনেকে নম্বর কম পেলেও সকলকে পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হয়নি।

আরও পড়ুন
Advertisement