Arrest

উত্তরবঙ্গ থেকে আসা ১ কুইন্টাল গাঁজা উদ্ধার নদিয়ায়! ধৃত লরিচালক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এসওজি ও পুলিশ চাপড়া থানার শোনপুকুর এলাকায় ঘাঁটি গাড়ে। সেই সময় একটি লরি আসছিল। সন্দেহজনক সেই লরিটি আটক করে তল্লাশি চালানো হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ২২:৩০

— প্রতীকী চিত্র।

রবারের প্যাকেটে করে লুকিয়ে আনা বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করল চাপড়া থানার পুলিশ। শুক্রবার চাপড়া থানার সোনপুকুর এলাকা থেকে একটি ছ’চাকার লরি আটক করা হয়। সেই লরি থেকে এক কুইন্টাল গাঁজা বাজেয়াপ্ত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। লরিচালক শহিদুল শেখকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁর বাড়ি কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভালুকা এলাকায়। চাপড়া থানার পুলিশ ও এসওজি যৌথ অভিযান চালিয়ে ওই গাঁজা আটক করেছে। শনিবার ধৃতকে কৃষ্ণনগর আদালতে পেশ করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এসওজি ও পুলিশ চাপড়া থানার শোনপুকুর এলাকায় ঘাঁটি গাড়ে। সেই সময় একটি লরি আসছিল। সন্দেহজনক সেই লরিটি আটক করে তল্লাশি চালানো হয়। জানা যায়, লরিটি অসম থেকে রবার নিয়ে আসছিল। লরি বোঝাই সেই রবারের মধ্যেই লুকনো ছিল ওই বিপুল পরিমাণ গাঁজা। যদিও লরিচালক ছাড়া আর কাউকে পায়নি পুলিশ। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জানায়, কোচবিহার থেকে লরিতে ওই গাঁজা তুলে দেওয়া হয়েছিল।

জাতীয় সড়ক ধরে ওই গাঁজা নদিয়ায় ঢোকার কথা ছিল। মুর্শিদাবাদের উমুরপুরে এই গাঁজার মালিকের সঙ্গে কথা হয় লরিচালকের। তার পর সেই মালিক চারচাকা গাড়ি করে সামনে আসতে থাকে।‌ পিছনে ছিল লরিটি। জাতীয় সড়ক না ধরে তাঁরা পলাশিপাড়া হয়ে চাপড়ায় ঢোকে। চাপড়া পেট্রলপাম্পের কাছে সেই সামগ্রী হস্তান্তরের কথা ছিল। সীমান্ত টপকে বাংলাদেশে পাচার করে দেওয়া হত। কিন্তু পুলিশের সক্রিয়তায় তা ভেস্তে যায়।

কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত সুপার সঞ্জয় কুমার বলেন, ‘‘সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে এক কুইন্টাল গাঁজা উদ্ধার করা হয়েছে। এক জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে।’’

Advertisement
আরও পড়ুন