Murshidabad

সদ্য কেনা খেলার বল বাড়িতে রাখা নিয়ে বচসা, মুর্শিদাবাদে বন্ধুর ঘুষিতে প্রাণ গেল তরুণের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণের নাম ইমন শেখ। বয়স ২০ বছর। ইসলামপুরের পড়শি গ্রাম পঞ্চায়েত আরিজপুরের বাসিন্দা ছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ১৮:৫৪

— প্রতিনিধিত্বমূলক ছবি।

চাঁদা তুলে কেনা নতুন বল কে বাড়িতে নিয়ে যাবে, তা নিয়ে শুরু হয়েছিল বচসা। ক্রমে বচসা গড়ায় হাতাহাতিতে। সেই হাতাহাতির জেরেই প্রাণ গেল তরুণের। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের আরিজপুরে। তরুণের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণের নাম ইমন শেখ। বয়স ২০ বছর। ইসলামপুরের পড়শি গ্রাম পঞ্চায়েত আরিজপুরের বাসিন্দা ছিলেন তিনি। অভিযুক্ত তাঁরই বন্ধু। স্থানীয় সূত্রে খবর, চাঁদা তুলে ওই তরুণেরা খেলার জন্য একটা ফুটবল কিনেছিলেন। সেই বল দিয়েই রবিবার বিকেলে পাড়ার মাঠে বন্ধুরা মিলে ফুটবল খেলেন। কিন্তু খেলা শেষে বল বাড়িতে নিয়ে যাওয়ার সময়েই বাধে বিপত্তি। বল কে বাড়ি নিয়ে যাবে, তা নিয়ে ইমন ও তাঁর বন্ধুর মধ্যে বচসা শুরু হয়ে যায়। কথা কাটাকাটির মাঝে শুরু হয়ে যায় হাতাহাতি। তখনই আচমকা বন্ধুর ঘুষিতে মাটিতে লুটিয়ে পড়েন ইমন।

দ্রুত তাঁকে উদ্ধার রানিনগরের গোধনপাড়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক শুভম বাজাজ বলেন, ‘‘খেলার বল নিয়ে বচসা হয়েছিল। সেই থেকেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বাকি তদন্ত চলছে।’’ তরুণের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন