Govt Job Recruitment

ন্যাশনাল বুক ট্রাস্টে চাকরির সুযোগ, কোন কোন পদে চলছে নিয়োগ?

নিযুক্তদের কাজের মেয়াদ তিন থেকে ছ’মাস। এর জন্য ৩৫ হাজার টাকা থেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা মাসিক পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৭:২৭
National Book Trust.

ন্যাশনাল বুক ট্রাস্ট। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ। ন্যাশনাল বুক ট্রাস্টের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বল্প সময়ের জন্য ইলেক্ট্রিক্যাল সেফটি অফিসার, কনসালট্যান্ট, সুপারভাইজ়ার পদে কাজ করতে হবে। ইলেক্ট্রিক্যাল সেফটি অফিসার বাদে অন্যান্য পদের ক্ষেত্রে শূন্যপদ পাঁচটি।

Advertisement

ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান শাখায় স্নাতক থেকে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে এক থেকে চার বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নিরিখে অনূর্ধ্ব ৩৫ থেকে ৫০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। নিযুক্ত ব্যক্তিকে তিন থেকে ছ’মাসের চুক্তিতে কাজ করতে হবে। কাজের জন্য ৩৫ হাজার টাকা থেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা মাসিক পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।

আগ্রহীদের ডাকযোগে আবেদন পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি থাকা আবশ্যক। আবেদনের শেষ দিন ১৩ এবং ১৪ জানুয়ারি। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন