Intruder Shot Dead by BSF

কাঁটাতারের বেড়া কাটার সময় বিএসএফের গুলি, ভারত-বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ মৃত অনুপ্রবেশকারী

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে এক অজ্ঞাত পরিচয় এক অনুপ্রবেশকারীকে সীমান্তের নদিয়ায় কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ সীমা চৌকি এলাকায় কাঁটাতারের বেড়া কাটতে দেখা যায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কৃষ্ণগঞ্জ শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ০২:১৯
bsf.

প্রতিনিধিত্বমূলক ছবি।

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতরের বেড়া কাটার অভিযোগে এক অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফ জওয়ানের ছোড়া গুলিতে জখম হন এক অনুপ্রবেশকারী। তাঁকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম পরিচয় জানা যায়নি এখনও।

Advertisement

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে এক অজ্ঞাত পরিচয় এক অনুপ্রবেশকারীকে সীমান্তের নদিয়ায় কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ সীমা চৌকি এলাকায় কাঁটাতারের বেড়া কাটতে দেখা যায়। বিষয়টি বিএসএফের নজরে আসতেই তারা প্রতিরোধ করে, তখন অনুপ্রবেশকারীর কয়েকজন সহযোগী বিএসএফের ওপর আক্রমণ করে বলে অভিযোগ। পাল্টা বিএসএফ গুলি চালালে এক অজ্ঞাত পরিচয় অনুপ্রবেশেকরীর মৃত্যু হয়। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে এখন পর্যন্ত মৃতের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের (ডিআইজি) এ কে আর্য জানান, “সীমান্তে টহলরত জওয়ানরা কাঁটাতার কেটে অনুপ্রবেশের চেষ্টা করতে দেখে প্রতিহত করতে যান। জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় অনুপ্রবেশকারীরা। প্রতুত্তরে গুলি চালালে এক জনের মৃত্যু হয়।”

আরও পড়ুন
Advertisement