Twins Birth in Bardhaman

এক দিনে ন’জোড়া যমজ শিশু জন্মাল বর্ধমান মেডিক্যাল কলেজে! ক’টি পুত্র? কন্যাই বা কত জন?

বর্ধমান মেডিক্যাল কলেজে গত ২৪ ঘণ্টায় ১৮টি যমজ শিশুর জন্ম হয়েছে। এক জনের ছাড়া বাকি সব ক্ষেত্রেই অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ২০:৫০
বর্ধমান মেডিক্যাল কলেজে যমজ সদ্যোজাতেরা।

বর্ধমান মেডিক্যাল কলেজে যমজ সদ্যোজাতেরা। — নিজস্ব চিত্র।

এক জোড়া নয়, দুই জোড়া নয়, এক দিনে একেবারে ন’জোড়া যমজ শিশু জন্ম নিল বর্ধমান মেডিক্যাল কলেজে। যাকে বিরল ঘটনা বলেই মনে করছেন চিকিৎসকেরা। যমজ সন্তান জন্মানো বিরল ঘটনা নয়। তবে যমজ জন্মের হার তুলনামূলক কম। এক দিনে একই হাসপাতালে এত জোড়া যমজ জন্ম প্রায় দেখা যায় না বললেই চলে।

Advertisement

বর্ধমান মেডিক্যাল কলেজে গত ২৪ ঘণ্টায় ১৮টি যমজ শিশুর জন্ম হয়েছে। এক জনের ছাড়া বাকি সব ক্ষেত্রেই সিজ়ারিয়ান পদ্ধতিতে প্রসব হয়েছে। হাসপাতালের প্রসূতি বিভাগের প্রধান মলয় সরকার জানান, পরিসংখ্যান অনুযায়ী সাধারণত ৮০ জনের মধ্যে এক জনের ক্ষেত্রে যমজ সন্তান জন্মায়। তাঁর কথায়, ‘‘এটি রেফারেল হাসপাতাল। তাই এখানে অনেক ঝুঁকিপূর্ণ প্রসব করাতে হয়। যমজ সন্তানের প্রসব সবসময়েই ঝুঁকিপূর্ণ হয়। জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স-সহ হাসপাতালের কর্মীরা দারুণ ভাবে এই চ্যালেঞ্জ নিয়েছেন।’’

হাসপাতালের সুপার তাপস ঘোষ জানান, ১৮টি যমজ সন্তানের মধ্যে ১১টি কন্যাসন্তান এবং সাতটি পুত্রসন্তান জন্মেছে। মা এবং সন্তানেরা সুস্থ আছেন। চারটি শিশুর ওজন কম থাকায় তাদের এনআইসিইউতে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থাও স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি।

হাসপাতালের এক চিকিৎসক সুপ্রতিক বসু জানান, সদ্যোজাতদের ওজন ২ কেজি থেকে ২ কেজি ২০০ গ্রামের মধ্যে রয়েছে। এদের বাবা-মায়ের কারও বাড়ি বাঁকুড়া, কারও বাড়ি হুগলি কিংবা নদিয়ায়। ঝাড়গ্রাম থেকেও এক জন এসেছিলেন প্রসবের জন্য। পূর্ব বর্ধমান জেলার দু’জন প্রসূতিও রয়েছেন এই তালিকায়।

Advertisement
আরও পড়ুন