Arrest

নাবালিকাকে যৌন হেনস্থা! কল্যাণীতে গ্রেফতার অভিযুক্ত অ্যাম্বুল্যান্স চালক

পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছিল। নাবালিকাকে যৌন হেনস্থার পর অ্যাম্বুল্যান্স চালক তাকে কিছু টাকাও দিয়েছিলেন মুখ বন্ধ রাখার জন্য।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ২৩:৪৮
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল নদিয়ার কল্যাণীতে। শুক্রবার রাতে নাবালিকারি পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল। এর পরেই ওই অভিযুক্ত অ্যাম্বুল্যান্স চালককে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃত কল্যাণী মহকুমা আদালতে হাজির করানো হয়েছে।

Advertisement

পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছিল। নাবালিকাকে যৌন হেনস্থার পর অ্যাম্বুল্যান্স চালক তাকে কিছু টাকাও দিয়েছিলেন মুখ বন্ধ রাখার জন্য। অভিযোগ, অ্যাম্বুল্যান্স চালক হুমকিও দিয়েছিলেন, বাড়ির কাউকে কিছু বললে নাবালিকাকে প্রাণে মেরে ফেলবেন তিনি। যদিও বাড়ি ফিরে সব কথা বলে দেয় নাবালিকা। এর পর রাতেই অভিযোগ দায়ের হয় কল্যাণী থানায়।

পুলিশ সূত্রে খবর, পরিবার জানিয়েছে, অভিযুক্ত যুবক তাদের পূর্বপরিচিত। সেই কারণেই নাবালিকাকে যখন তিনি ডেকেছিলেন, কেউই আপত্তি করেননি। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত সুপার (সদর) বলেন, ‘‘যৌন হেনস্থার অভিযোগ পেয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আইন মেনে তদন্ত চলছে।’’

Advertisement
আরও পড়ুন