অধীর চৌধুরী। —ফাইল চিত্র
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। পেট্রোপণ্যের ক্ষেত্রে সরকার ‘কুসীদজীবী’র মতো আচরণ করছে বলে আক্রমণ করেছেন অধীর। এর পাশাপাশি তেলকে পণ্য পরিষেবা করের আওতায় আনার দাবিও তুলেছেন তিনি।
শনিবার অধীর দাবি করেন, ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার তেল বিক্রি করে মোট ২৫ লক্ষ কোটি টাকা রোজগার করেছে। এই সূত্রেই তিনি প্রশ্ন তুলেছেন, ‘‘সরকার যদি দাম না কমাতে পারে, তা হলে লাভ কী করে নিতে পারে? যদি টাকা কামাতে পারে, তা হলে ছাড়তে কেন পারবে না?’’
তেলের দাম কমাতে ‘অয়েল পুল ফান্ড’ তৈরি করার পরামর্শ দিয়েছেন তিনি। কেন্দ্রকে নিশানা করে অধীরের অভিযোগ, ‘‘অয়েল মার্কেটিং সংস্থাগুলিকে তুমি বলে দিচ্ছ, তোমরা বেচো, যা খুশি করো। মহামারি, কোভিড দেখার দরকার নেই। তোমরা তোমাদের মতো লুঠ করে যাও। ধান্দা করে যাও। আমাকেও দাও, তোমরাও খাও। যদি খাবার, সার, বীজের উপর ভর্তুকি দেওয়া যায়, তা হলে তেলের উপরেই বা দেওয়া যাবে না কেন?’’
তেলের দাম কমানো নিয়ে কেন্দ্রকে অধীরের চ্যালেঞ্জ, ‘‘দেশের সরকার ডিজেল, পেট্রলের উপরে এক দিকে এক্সাইজ ডিউটি এবং সেস চাপিয়ে দেশের মানুষকে যে ভাবে লুঠ করছে, তা দেশের ইতিহাসে দেখা যায়নি। কংগ্রেস আমলেও রোজগার করা হত। কিন্তু এই সরকার যেন কুসীদজীবী। শুধু গলা কাটে। এই সরকার প্রতি বছর ৪ লক্ষ ৫১ হাজার কোটি টাকা রোজগার করছে। কংগ্রেস আমলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক বেশি ছিল। প্রয়োজন পড়লে তেলকে পণ্য পরিষেবা করের আওতায় আনা হোক। দাম কমে যাবে।’’