কলকাতায় শীতের আমেজের পূর্বাভাস। —ফাইল চিত্র।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আর নেই। বরং আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। কমতে পারে তাপমাত্রাও। আলিপুরের পূর্বাভাসে মিলেছে শীতের ইঙ্গিত।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হলেও হতে পারে। যদিও তার সম্ভাবনা কম। আগামী চার দিনে দক্ষিণবঙ্গে, বিশেষত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে।
উত্তরবঙ্গেও মূলত শুকনো আবহাওয়া থাকবে। তবে কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে বুধবার, চার দিন। উত্তরে হিমালয় লাগোয়া এলাকাতেও আগামী চার দিনে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছু দিন আগে দক্ষিণবঙ্গে অসময়ে ঝড়বৃষ্টি হয়েছে। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গিয়েছে। আনুষ্ঠানিক ভাবে বিদায় নিয়েছে বর্ষাও। তাই আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। এ বার শীতের পালা। আগামী সপ্তাহে তাপমাত্রা কমলে শীতের আমেজ অনুভূত হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এখনই আনুষ্ঠানিক ভাবে শীত পড়ার সম্ভাবনা নেই। তাতে আরও কিছুটা সময় লাগবে।