Mithun Chakraborty

সদস্য সংগ্রহে ময়দানে মিঠুনও

শেষ পর্বে সদস্য সংগ্রহে গতি আনতে অভিনেতা ও দলের রাজ্য কোর কমিটির সদস্য মিঠুন চক্রবর্তীকে মাঠে নামাল বিজেপি। বেহালার শিবমন্দির এলাকায় সদস্য সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন মিঠুন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ০৫:৪৮
মিঠুন চক্রবর্তী।

মিঠুন চক্রবর্তী। —ফাইল চিত্র।

এখনও সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা থেকে অনেকটাই দূরে রাজ্য বিজেপি। হাতে বেঁচে আর মাত্র কয়েকটা দিন। শেষ পর্বে সদস্য সংগ্রহে গতি আনতে অভিনেতা ও দলের রাজ্য কোর কমিটির সদস্য মিঠুন চক্রবর্তীকে মাঠে নামাল বিজেপি। বেহালার শিবমন্দির এলাকায় রবিবার বিকেলে সদস্য সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন মিঠুন। তবে সেখানেও তাঁকে লক্ষ্যপূরণ সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হয়। তিনি বলেছেন, “লক্ষ্য একটা থাকে বটে। কিন্তু সেটা কাজের সুবিধার জন্য একটু বাড়িয়ে রাখা হয়। বারো ধরলে দশ হয়। এখনও কিছু দিন সময় আছে। ভাল সাড়া মিলছে। সবাই মিলে নামলে লক্ষ্যপূরণ হয়ে যাবে।” উত্তর ২৪ পরগনার দেগঙ্গাতেও এ দিন সদস্য সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন মিঠুন। রাজ্যের দুই জেলা থেকে জঙ্গি যোগসাজসে লোকজনের গ্রেফতার প্রসঙ্গে মিঠুনের মন্তব্য, ‘‘এই চক্রের সক্রিয়তার দায় সরকারের। যেটা হচ্ছে, আমাদের দেশের জন্য ভাল নয়। আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে, একসঙ্গে লড়তে হবে। যদি না লড়ি, তা হলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার!’’

Advertisement
Advertisement
আরও পড়ুন