Suvendu Adhikari

শুভেন্দুর কনভয়ের সমস্ত গাড়িচালক এবং যাত্রীকে নোটিস পাঠাল পুলিশ, করা হবে জিজ্ঞাসাবাদ

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে এক সাইকেল আরোহীকে পিষে মারার অভিযোগ ওঠে বিরোধী দলনেতার কনভয়ের একটি গাড়ির বিরুদ্ধে। মৃতের নাম শেখ ইসরাফিল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ০৫ মে ২০২৩ ১৬:২৫
Convoy Police notices to all car drivers and goers of BJP leader Suvendu Adhikari’s convoy in road accident case

চণ্ডীপুরে এক সাইকেল আরোহীকে পিষে মারার অভিযোগ ওঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ির বিরুদ্ধে। গ্রেফতার হন চালক। —ফাইল চিত্র।

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে এক সাইকেল আরোহীকে পিষে মারার অভিযোগ ওঠে বিরোধী দলনেতার কনভয়ের একটি গাড়ির বিরুদ্ধে। মৃতের নাম শেখ ইসরাফিল। ৩৩ বছরের ইসরাফিল রাত ১০টা নাগাদ চণ্ডীপুর পেট্রল পাম্পের কাছে রাস্তা পার হওয়ার সময় শুভেন্দুর কনভয়ের একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে বলে খবর। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় অভিযুক্ত গাড়িচালককে গ্রেফতার করেছে চণ্ডীপুর থানার পুলিশ। ধৃতের নাম আনন্দকুমার পাণ্ডে। পুলিশ সূত্রে খবর, এ বার বিরোধী দলনেতার কনভয়ে উপস্থিত থাকা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। যদিও শুভেন্দু-ঘনিষ্ঠদের সূত্রে খবর, এমন কোনও নোটিস তাঁরা পাননি।

শুভেন্দুর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘এখনও (শুক্রবার বিকেল পর্যন্ত) কোনও আইনি নোটিস আমাদের কাছে এসে পৌঁছয়নি।’’ তাঁর সংযোজন, ‘‘শুভেন্দুর কনভয় রাস্তায় যাওয়ার সময় আগেও দুর্ঘটনা হয়েছে। তার পরেও কনভয় রাস্তায় বেরোলে চরম ঢিলেমি দেওয়া হচ্ছে।’’ তাঁর সংযোজন, ‘‘শুভেন্দুর কনভয় আগেই বেরিয়ে গিয়েছিল। উনি দুর্ঘটনার বিষয়ে কিছুই জানতেন না। শুভেন্দুর চেয়ারকারের পিছনে রাজ্য পুলিশের লিয়াজোঁ অফিসারের গাড়ি ছিল। উনি রাস্তার পাশে এক জনকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দিয়েছিলেন বলে শুনেছি। এখানে শুভেন্দুকে অযথা জড়ানো হচ্ছে।’’ তবে চণ্ডীপুর থানার পুলিশ সূত্রে খবর, শুভেন্দু বাদে বাকি সবাইকে নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

এই প্রসঙ্গে পুলিশ সুপার অমরনাথ কে বলেন, ‘‘গাড়িচালক গ্রেফতার হয়েছেন। তাঁকে এক দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাকি কনভয়ের সমস্ত যাত্রী এবং চালককে নোটিস দিয়ে ডেকে পাঠানো হচ্ছে।’’

অন্য দিকে, এই দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক চাপান-উতোর চরমে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় নেতাদের নির্দেশ দিয়েছেন, যাতে শোকাহত পরিবারকে সব রকম সহায়তা করা হয়। এ ছাড়া নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছে তৃণমূল। কাঁথিতে শুভেন্দুর বাড়ির সামনে এ নিয়ে প্রতিবাদ কর্মসূচিও নেওয়া হচ্ছে বলে তৃণমূল সূত্রে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement