Elephant

সন্তান আগলে ভরা নদী পার মা হাতির

বৃহস্পতিবার ভোর রাতে শালবনি, গোয়ালতোড় হয়ে মাস দু’য়েকের শাবককে নিয়ে একটি মা হাতি গড়বেতার জঙ্গলে আসে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
গড়বেতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৪ ০৯:৫৩
শাবককে নিয়ে গনগনিতে শিলাবতী নদী পেরোচ্ছে মা হাতি।

শাবককে নিয়ে গনগনিতে শিলাবতী নদী পেরোচ্ছে মা হাতি। নিজস্ব চিত্র।

শাবককে নিরাপদে রাখতে কার্যত দুঃসাহসিক অভিযান নামল একমা হাতি!দু’মাসের শাবককে আগলে কখনও শুঁড়ে টেনে, কখনও পায়ে পায়ে ঠেলে ভরা স্রোতের শিলাবতী পার হল হাতি। মাতৃস্নেহের এমনই এক বিরল ঘটনার সাক্ষী থাকল রাতের গনগনি। বৃহস্পতিবার ভোর রাতে শালবনি, গোয়ালতোড় হয়ে মাস দু’য়েকের শাবককে নিয়ে একটি মা হাতি গড়বেতার জঙ্গলে আসে। এ দিন দিনভর শাবককে নিয়ে হাতিটি আমলাগোড়ার মাগুরাশোলের জঙ্গলে ঘাঁটি গেড়ে ছিল। তাদের উপর নজর রেখেছিল বন দফতর। সন্ধ্যা হতেই শাবককে নিয়ে হাতিটি ডেরা বদলের জন্য ওই জঙ্গল থেকে বেরিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক পেরিয়ে প্রথমে আমলাগোড়ার জামডোবা-বাগডোবার জঙ্গলে ঢোকে। তারপর ময়রাকাটার জঙ্গল হয়ে গড়বেতা কলেজের সামনে রাজ্য সড়ক পেরিয়ে শাবককে নিয়ে হাতিটি গনগনিরদিকে আসে।

Advertisement
আরও পড়ুন
Advertisement