Mamata-Kunal

সুভাষচন্দ্র পারেননি, মমতা পেরেছেন: কুণাল

সুভাষচন্দ্রের সঙ্গে তৃণমূল নেত্রী মমতার এমন তুলনা কী ভাবে সম্ভব, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং আরও অনেকেই।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ০৬:৩৪
(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ (ডান দিকে)।

(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ (ডান দিকে)। —ফাইল চিত্র।

কংগ্রেস থেকে বেরিয়ে আলাদা দল গড়ে সুভাষচন্দ্র বসু যা করতে পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায় তা-ই করে দেখিয়েছেন বলে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি রবিবার বলেছেন, “সুভাষচন্দ্র বসু, প্রণব মুখোপাধ্যায় আলাদা দল গড়ে ব্যর্থ হয়েছিলেন। এটা অপ্রিয় সত্য যে, সুভাষচন্দ্রও আলাদা দল নিয়ে দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। কেউ যদি আলাদা দল গড়ে সফল হয়ে থাকেন, তা হলে সেটা মমতা।” সুভাষচন্দ্রের সঙ্গে তৃণমূল নেত্রী মমতার এমন তুলনা কী ভাবে সম্ভব, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং আরও অনেকেই। বিতর্কের মুখে কুণাল অবশ্য ব্যাখ্যা দিয়েছেন, “সুভাষচন্দ্র, প্রণববাবুরা নিজেদের জায়গায় আকাশছোঁয়া। কিন্তু একা দল গড়ে বাংলা ও ভারতের সংসদীয় গণতন্ত্রে ছাপ ফেলা, এটায় মমতা একমাত্র।”

Advertisement
Advertisement
আরও পড়ুন