Mamata Banerjee

হাসপাতালে দালাল কেন? হদিস পেলেই দ্রুত ব্যবস্থা নিন! মুখ্যমন্ত্রীর নির্দেশ স্বাস্থ্যকর্তাদের

সরকারি মেডিক্যাল কলেজ এবং অন্যান্য হাসপাতালে দালালদের উপস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে স্বাস্থ্য দফতরকে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২২ ১২:০০
এক বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে স্বাস্থ্য দফতরকে নানা বিষয়ে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে স্বাস্থ্য দফতরকে নানা বিষয়ে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

হাসপাতালে দালালরাজ নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্য দফতরকে দ্রুত ব্যবস্থা নিতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় বক্তৃতা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় এক বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘হাসপাতালে দালালচক্র চলবে কেন?’’ এর পরই তিনি জেলা পুলিশকে এ ব্যাপারে নজর রাখার নির্দেশ দেন। প্রায় সঙ্গে সঙ্গেই স্বাস্থ্য দফতরকেও বলেন, ‘‘আপনারা নজর রাখুন। দালালচক্র পেলেই দ্রুত ব্যবস্থা নিন।’’

হাসপাতালে দালালদের উপস্থিতি নিয়ে এর আগে বহু বার বিরোধীরা অভিযোগ করেছেন। সেই অভিযোগের জের টেনেই বিধানসভায় বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন স্বাস্থ্য পরিষেবায় দালালচক্রের রমরমা নিয়ে। বিধায়কের প্রশ্ন শুনে মমতা প্রথমে স্বাস্থ্য দফতর এবং জেলা পুলিশকে হুঁশিয়ার করেন। তার পরই বলেন, ‘‘দালালচক্র চলছে কি না আপনারা মনিটরিং করুন।’’ হাসপাতালে দালালদের হদিস পাওয়ার প্রসঙ্গে মমতার মন্তব্য, ‘‘আমি যদি মোবাইল দিয়ে মনিটরিং করতে পারি, তা হলে স্বাস্থ্য দফতর পারবে না কেন?’’

Advertisement

অবশ্য একই সঙ্গে সরাসরি নাম না করে বিজেপি বিধায়ককেও জবাব দিয়েছেন মমতা। তিনি বলেন, ‘‘জনপ্রতিনিধিদের বলব আপনারা ভাবুন। হাসপাতালে ৪০০ বেড। কিন্তু ৮০০ রোগী আসলে কি ফিরিয়ে দেবে? এত ভাল স্বাস্থ্য পরিষেবা কোথাও নেই।’’

Advertisement
আরও পড়ুন