Mamata Banerjee

দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটার পর ছটেও গান লিখলেন মমতা, উদ্বোধনে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা এলাকা কলকাতা বন্দরের তক্তাঘাট এবং দইঘাটে গিয়ে বৃহস্পতিবার ছটপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়াল মাধ্যমে পুজোর সূচনা করেছেন হাওড়া এবং হুগলিতেও।

Advertisement
আনন্দবাজার অনলাইন প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৯:২৫
কলকাতা বন্দর এলাকায় ছটপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা বন্দর এলাকায় ছটপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ছটে নতুন গান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজো, কালীপুজো এবং ভাইফোঁটাতেও নিজের রচিত গান প্রকাশ করেছিলেন তিনি। ছটেও তার অন্যথা হল না। ছটপুজোর উদ্বোধনে গিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন মমতা। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা বন্দর এলাকায় তিনি ছটপুজোর উদ্বোধন করেন। ভার্চুয়াল মাধ্যমে হাওড়া এবং হুগলির কয়েকটি জায়গাতেও উৎসবের সূচনা করেছেন।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় সূর্যাস্তের পর ছটপুজোর শুরু। ছট উপলক্ষে নিজের লেখা গানটি সকালেই প্রকাশ করেন মমতা। হিন্দি ভাষার সেই গানে ছট মায়ের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে। পশ্চিমবঙ্গের ধর্মীয় সম্প্রীতির ছবিও ওই গানে ধরা পড়েছে।

মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা এলাকা কলকাতা বন্দর। সেখানকার তক্তাঘাট এবং দইঘাটে গিয়েছিলেন মমতা। ছটপুজোর উদ্বোধন করেছেন সেখানে। ফিরহাদ ছাড়াও দলের স্থানীয় নেতৃত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভার্চুয়াল মাধ্যমে তাঁর পুজো উদ্বোধন দেখার জন্য হাওড়ার তেলকলে এলইডি স্ক্রিন বসানো হয়েছিল বৃহস্পতিবার। তেলকলের ঘাটে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি, জেলাশাসক দীপাপ প্রিয়া-সহ অনেকে।

হুগলিতেও ভার্চুয়ালি ছটপুজোর উদ্বোধন করেছেন মমতা। রিষড়ার প্রোমোঘাটে উদ্বোধন অনুষ্ঠানের জন্য বড় স্ক্রিন বসানো হয়েছিল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া, জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


Advertisement
আরও পড়ুন