West Bengal Assembly By Election Results 2024

জোড়া আসনে তৃণমূলের এক লাখি জয়, বাংলার ছয় উপনির্বাচনে দাঁত ফোটাতে পারলেন না বিরোধীরা

গত ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ছয় বিধানসভা কেন্দ্র— সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়ায় উপনির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। শনিবার এই ছয় কেন্দ্রের ফলপ্রকাশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৭:০১
শনিবার উপনির্বাচনে বাংলার ছয় বিধানসভা আসনেই জয়ের পথে তৃণমূল। উচ্ছ্বাস শাসকদলের কর্মী-সমর্থকদের।

শনিবার উপনির্বাচনে বাংলার ছয় বিধানসভা আসনেই জয়ের পথে তৃণমূল। উচ্ছ্বাস শাসকদলের কর্মী-সমর্থকদের। —নিজস্ব চিত্র।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৩:২৪ key status

মেদিনীপুরে জয়ী তৃণমূল

মেদিনীপুর জয়ী হয়েছেন শাসক দলের প্রার্থী সুজয় হাজরা।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৩:২২ key status

হাড়োয়ায় জয়ী তৃণমূল

চতুর্দশ রাউন্ডের গণনা শেষে হাড়োয়ায় ১ লাখ ৩১ হাজার ৩৮৮ ভোটে জয়ী তৃণমূল। তৃণমূলের রবিউল পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৭২টি ভোট। আইএসএফের পিয়ারুল পেয়েছেন ২৫ হাজার ৬৮৪ ভোট। 

Advertisement
timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৩:১৮ key status

তালড্যাংরায় ৩০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল

বাঁকুড়ার তালড্যাংরায় দশম রাউন্ডের গণনা শেষে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু এগিয়ে রয়েছেন ৩০১৯৮ ভোটে। এখনও এক রাউন্ড গণনা বাকি রয়েছে।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৩:১৭ key status

মেদিনীপুরে ৩৩ হাজার ভোটে এগিয়ে তৃণমূল

মেদিনীপুরে ১৭ রাউন্ডের গণনা শেষে তৃণমূল এগিয়ে রয়েছে ৩৩১৯০ ভোটে। এটিই চূড়ান্ত রাউন্ডের গণনা। পোস্টাল ব্যালট বাদে তৃণমূল পেয়েছে ১ লাখ ১৪ হাজার ১৪৬ ভোট। বিজেপি পেয়েছে ৮০ হাজার ৯৫৬ ভোট।

Advertisement
timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১২:৪১ key status

নৈহাটিতেও জয়ী তৃণমূল

নৈহাটি থেকে ৪৯২৭৭ ভোটে জয়ী তৃণমূলের সনৎ দে। তিনি পেয়েছেন ৭৮৭৭২ ভোট। বিজেপির রূপক মিত্র পেয়েছেন ২৯৪৯৫ ভোট।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৯ key status

মাদারিহাটে জয়ী তৃণমূল

মাদারিহাটে ২৮১৬৮ ভোটে জয়ী তৃণমূলের জয়প্রকাশ টোপ্পো। ৭৯১৮৬ ভোট পেয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাহুল লোহার পেয়েছেন ৫১০১৮ ভোট।

Advertisement
timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১২:১৩ key status

হাড়োয়ায় ১৩ রাউন্ড গণনা শেষ

ত্রয়োদশ রাউন্ডের গণনা শেষে হাড়োয়া থেকে ১ লাখ ২০ হাজার ৭০৯ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম। তিনি এখনও পর্যন্ত পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৩৩৫ ভোট। এখনও এক রাউন্ড গণনা বাকি রয়েছে।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১১:৫৯ key status

হাড়োয়ায় তৃণমূল এগিয়ে ১ লাখ ১২ হাজার ভোটে

দ্বাদশ রাউন্ডের গণনা শেষে হাড়োয়ায় তৃণমূল এগিয়ে ১ লাখ ১২ হাজার ভোটে। তৃণমূলের রবিউল পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ভোট। আইএসএফের পিয়ারুল পেয়েছেন ২৩ হাজার ৮৪০ ভোট।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১১:৫৩ key status

সিতাইয়ে জয়ী তৃণমূল, ব্যবধান ১ লাখ ৩০ হাজার

সিতাই থেকে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। ১৩ রাউন্ড গণনা শেষে তিনি পেয়েছেন মোট ১ লাখ ৬৫ হাজার ৯৮৪ ভোট। বিজেপির দীপককুমার রায় পেয়েছেন ৩৫৩৪৮ ভোট। সিতাইয়ের উপনির্বাচনে ১ লাখ ৩০ হাজার ৬৩৬ ভোটে জয়ী হলেন সঙ্গীতা।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১১:৪৯ key status

হাড়োয়াতেও ব্যবধান ১ লাখ পার

একাদশ রাউন্ড শেষে হাড়োয়ায় তৃণমূল এগিয়ে ১ লাখ ৩ হাজার ১৪৪ ভোটে। তৃণমূল প্রার্থী রবিউল এখনও পর্যন্ত পেয়েছেন ১২৫৯৫৮ ভোট। আইএসএফ প্রার্থী পিয়ারুল পেয়েছেন ২২৮১৪ ভোট।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১১:৪৪ key status

সিতাইয়ে তৃণমূলের ব্যবধান ১ লাখ ১৫ হাজার, এখনও বাকি দুই রাউন্ড

সিতাইয়ে একাদশ রাউন্ডের গণনা শেষে ১ লাখ ১৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। শাসকদলের প্রার্থী সঙ্গীতা রায় এখনও পর্যন্ত ১ লাখ ৪৯ হাজার ভোট পেয়েছেন। বিজেপি পেয়েছে ৩৪ হাজার ভোট। এখনও দুই রাউন্ড গণনা বাকি সিতাইয়ে।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১১:৪১ key status

হাড়োয়ায় ব্যবধান এক লাখের কাছাকাছি, এখনও বাকি চার রাউন্ড

দশম রাউন্ড শেষে হাড়োয়ায় তৃণমূল এগিয়ে রয়েছে ৯৩১৩৬ ভোটে। তৃণমূলের রবিউল পেয়েছেন ১১৩৮৯৭ ভোট। আইএসএফের পিয়ারুল ২০৭৬১ ভোট পেয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। হাড়োয়ায় মোট ১৪ রাউন্ড গণনা হবে। এখনও চার রাউন্ড গণনা বাকি রয়েছে।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১১:৩৭ key status

নৈহাটিতে চলছে শেষ রাউন্ডের গণনা

নৈহাটিতে নবম রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে ৪৪৯৭৪ ভোটে। তৃণমূলের সনৎ এখনও পর্যন্ত পেয়েছেন ৭১৭৫৯ ভোট। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি, পেয়েছে ২৬৭৮৫ ভোট। শেষ রাউন্ডের গণনা চলছে নৈহাটিতে।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১১:২৬ key status

দশম রাউন্ডে ব্যবধান কমল মেদিনীপুরে

মেদিনীূপুরের উপনির্বাচনে গণনার দশম রাউন্ডে তৃণমূলের ব্যবধান সামান্য কমল। নবম রাউন্ডে তৃণমূল এগিয়ে ছিল ২২৮৭২ আসনে। দশম রাউন্ডে এগিয়ে রয়েছে ২২৪১৭ আসনে। দশম রাউন্ডে ৪৫৫টি ভোটের ব্যবধান কমেছে।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১১:২৪ key status

সিতাইয়ে তৃণমূলের ব্যবধান ১ লাখ পার

একাদশ রাউন্ডের গণনা শেষে সিতাইয়ে তৃণমূল এগিয়ে রয়েছে ১লাখ ১৫ হাজার ভোটে। এখনও একটি রাউন্ড গণনা বাকি রয়েছে সেখানে।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১১:২২ key status

হাড়োয়াতে ব্যবধান ৮৩ হাজার পার

নবম রাউন্ডের গণনা শেষে হাড়োয়ায় তৃণমূল এগিয়ে রয়েছে ৮৩০০৩ ভোটে। শাসক শিবিরের প্রার্থী রবিউল পেয়েছেন ১০০৭৭২ ভোট। আইএসএফ প্রার্থী পিয়ারুল এখনও পর্যন্ত পেয়েছেন ১৭৭৬৯ ভোট। বিজেপি এখনও পর্যন্ত পেয়েছে ৭০৪৭ ভোট।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১১:২০ key status

নৈহাটিতে ৪০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল

নৈহাটিতে অষ্টম রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে রয়েছে ৪০৮১১ ভোটে। কমিশনের তথ্য অনুসারে, তৃণমূলের সনৎ দে পেয়েছেন ৬৫২৫২ ভোট, বিজেপির রূপক মিত্র পেয়েছেন ২৪৪৪১ ভোট।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১১:১৮ key status

তালড্যাংরায় তৃণমূল এগিয়ে ১২ হাজার ভোটে

তালড্যাংরায় চতুর্থ রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে ১২১৫৮ ভোটে। কমিশনের তথ্য অনুসারে, তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু এখনও পর্যন্ত পেয়েছেন ৩৪৫৮৮ ভোট। বিজেপির অনন্যা রায় চক্রবর্তী পেয়েছেন ২২৪৩০ ভোট।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১১:০৯ key status

মেদিনীপুরে তৃণমূল এগিয়ে ২১ হাজারের বেশি ভোটে

মেদিনীপুরে অষ্টম রাউন্ডের গণনা শেষে তৃণমূল এগিয়ে রয়েছে ২১০৩২ ভোটে। তৃণমূল এখনও পর্যন্ত পেয়েছে ৬৫১৬৮ ভোট এবং বিজেপি পেয়েছে ৪৪১৩৬ ভোট।

timer শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১১:০৪ key status

কোথায় কত ব্যবধান?

সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। তিন ঘণ্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে ইতিমধ্যে। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে,

তালড্যাংরায় তৃতীয় রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে ৮৮৩৬ ভোটে।

হাড়োয়ায় ষষ্ঠ রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে ৬৩৪৩১ ভোটে।

সিতাইয়ে সপ্তম রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে ৭৪৬৯৯ ভোটে।

মাদারিহাটে ষষ্ঠ রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে ২৩৩১০ ভোটে।

নৈহাটিতে ষষ্ঠ রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে ৩০৬৫২ ভোটে।

মেদিনীপুরে ষষ্ঠ রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে ১৫৯৯৬ ভোটে।

শনিবার সকালে মেদিনীপুরে তৃণমূলের কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস।

শনিবার সকালে মেদিনীপুরে তৃণমূলের কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস। —নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন