Mamata Banerjee

‘যাঁরা চাইছেন, তাড়াতাড়ি চলে যান, ট্রেন ছেড়ে দেবে’, কড়া বার্তা মমতার

সভায় মহিলাদের উপস্থিতি নজরে পড়ার মতো, স্বতঃস্ফূর্ত সাড়া মহিলা সমর্থকদের

বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ১৩:৪৭
Advertisement

• ‘হাতা খুন্তি নিয়ে রান্না করে দেবেন বিজেপিকে, আমি চাই মা বোনেরা সামনে থাকুন’, বললেন মমতা।

• বাংলার মেয়েদের ধর্ষণের হুমকি দিচ্ছে বিজেপি।

Advertisement

• বিজেপির কাছে মাথা নত করব না।

• ‘বাংলাকে গুজরাত বানাতে দেব না’, ফের হুঁশিয়ারি মমতার।

• বাংলায় বহিরাগতদের ঢুকতে দেব না, হুঙ্কার মমতার।

• কৃষকদের আন্দোলনকে আমাদের সমর্থন আছে, বললেন মমতা।

• বিজেপি পার্টিটাই ফেক হয়ে গিয়েছে, মন্তব্য মমতার। বিজেপিকে বিশ্বাস করবেন না।

• বিজেপির কোনও ভিডিও বিশ্বাস করবেন না, ফেক নিউজ তৈরি করে বিজেপি।

• টাকা দিয়ে ভোট কিনতে চাইছে বিজেপি।

• আমি আপনাদের পাহারাদার। কোনও চিন্তা করবে না। আমি নেতা নই।

• খানাকুলে হাসপাতালে বাড়ছে শয্যার সংখ্যা।

• ‘টাকা দিলে টাকা নিয়ে নিন, কিন্তু ভোট বাক্সে ভোটটা উল্টে দিন’, বললেন মমতা।

• ‘হুগলির প্রতিটি আসন তৃণমূলকে দিন, ভুলভ্রান্তি থাকলে দেখে নেব’, বললেন মমতা।

• ‘বাংলা কিন্তু হ্যাংলা নয়, বাংলা সংস্কৃতিকে ভালবাসে’, মন্তব্য মমতা।

• ‘বাংলাকে অপমান করা হয়েছে, নেতাজিকে অপমান করা হয়েছে’, ভিক্টোরিয়া কাণ্ড নিয়ে বললেন মমতা।

• ভিক্টোরিয়া মেমোরিয়াল কাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা। তাঁকে অপমান করা হয়েছে, বলছেন তিনি।

• ‘যাঁরা চাইছেন, তাড়াতাড়ি চলে যান, ট্রেন ছেড়ে দেবে’, দলবদলুদের নিয়ে বললেন মমতা।

• ‘যাঁরা যাঁরা লাইন দিয়ে আছেন, তাঁরা ওঁদের পায়ে গিয়ে পড়ুন’, দলবদলুদের নিয়ে বললেন মমতা।

• বিজেপি একটি ওয়াশিং মেশিন। চোরগুলো বিজেপিতে গিয়ে সাদা হয়ে যাচ্ছে। অনেক টাকা করেছে, কালো টাকাকে সাদা টাকা করতে বিজেপিতে যাচ্ছে অনেকে।

• জুন মাস নয়, তারপরেও তৃণমূল সরকার বিনামূল্যে রেশন দেওয়া হবে।

‌• দুয়ারে সরকারের মাধ্যমে ১০ লক্ষ জাতি শংসাপত্র দেওয়া হয়েছে।

• উত্তরবঙ্গে যাওয়ার জন্য নতুন রাস্তার ব্যবস্থা করা হয়েছে।।

• স্বাস্থ্যসাথী কার্ডে কেউ চিকিৎসা করতে না চাইলে পুলিশকে জানান।

• আগে রাস্তাঘাট ছিল না, এখন রাস্তাঘাট হয়েছে হুগলিতে।

• মেশিনের অভাবের জন্য অস্থায়ী স্বাস্থ্যসাথী কার্ড।

• ২-৩ বছরের মধ্যে বন্যা রোধে ব্যবস্থা।

• কেউ গাছ থেকে পড়েই নেতা হয় না, বললেন মমতা।

• আমার বুথ কর্মীদের জন্য আজকের সভা।

• সভায় মহিলাদের উপস্থিতি নজরে পড়ার মতো, স্বতঃস্ফুর্ত সাড়া মহিলা সমর্থকদের।

• বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

• সভাস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

• কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

• পুরশুড়ার সভা মঞ্চে বক্তব্য রাখছেন ফিরহাদ হাকিম।

পুরশুড়ায় সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে নন্দীগ্রামের জনসভা থেকে তিনি ঘোষণা করেছিলেন ভোটে লড়ার। কিন্তু হুগলিতে লোকসভা ভোটে ভাল ফল করেছে বিজেপি। এ বার সেখানেই জনসভায় তৃণমূল দলনেত্রী কী বক্তব্য রাখছেন, সে দিকেই সবার নজর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement