West Bengal Weather Update

ঝিরঝিরে বৃষ্টি কলকাতায়, ভিজল হুগলিও! হাওয়া অফিস দিল বজ্রপাতের পূর্বাভাস

এই প্রতিবেদন প্রকাশের সময় হুগলিতে বৃষ্টি হয়েছে। কলকাতার আকাশেও ঘন কালো মেঘ। দু’এক ফোঁটা বৃষ্টি হয়েছে শহরের কোনও কোনও এলাকায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০২৪ ১৩:০৭

প্রতিনিধিত্বমূলক ছবি।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কাটতে চলেছে ‘খরা’। বৃহস্পতিবার বিকেলেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টি নামতে চলেছে বলে পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস!

Advertisement

দুপুর সওয়া ১২টার ওই পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী দু’তিন ঘণ্টার মধ্যে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ এবং তার লাগোয়া এলাকায় বজ্রপাত-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো বাতাস। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। এই প্রতিবেদন প্রকাশের সময় হুগলিতে বৃষ্টি হয়েছে। কলকাতার আকাশেও ঘন কালো মেঘ। দু’-এক ফোঁটা বৃষ্টি হয়েছে শহরের কোনও কোনও এলাকায়।

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গেলেও এখনও দক্ষিণবঙ্গে তা অধরাই রয়েছে। তবে বৃষ্টি হলেই তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে। বৃষ্টি না হলেও তাপমাত্রা কিছুটা কম অনুভূত হচ্ছে শহরে। বুধবার হাওয়া অফিস জানিয়েছিল, দক্ষিণে বর্ষার ‘কাঁটা’ আসলে অক্ষরেখা। যা এই মুহূর্তে উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে নেই। শেষ পর্যন্ত সরছে সেই ‘কাঁটা’।

আরও পড়ুন
Advertisement