মায়েদের উৎসাহ দিতেই এই পুরস্কার। — প্রতীকী চিত্র।
কোনও মেধাবী পড়ুয়ার পিছনে তার মায়ের অবদান কম নয়। তাই এ বার মেধাবী পড়ুয়াদের সঙ্গে একই মঞ্চে তার মাকেও পুরস্কৃত করল নারায়ণদাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল। স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া জানান, প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত যারা ক্লাসে এক থেকে পাঁচের মধ্যে রয়েছে, তাদের সঙ্গে সঙ্গে মায়েদেরও দেওয়া হচ্ছে ‘রত্নগর্ভা মা’ পুরস্কার।
সঞ্জয় বলেন, ‘‘আমাদের স্কুলের বেশির ভাগ পড়ুয়া আর্থিক ভাবে পিছিয়ে। অনেকেই পরিবারের প্রথম প্রজন্ম পড়াশোনা করছে। তাদের অভিভাবকেরা, বিশেষত মায়েরা সন্তানের পড়াশোনার দেখাশোনা করেন বলেই ওরা ক্লাসে ওঠার পরীক্ষায় প্রথম পাঁচ জনের মধ্যে থাকছে। তাই মায়েদের উৎসাহ দিতেই আমরা এই পুরস্কার দিচ্ছি।’’ শুক্র এবং শনিবার স্কুলে হয় এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেখানে নিউ টাউনের সুলুংগুড়ি এলাকার পিয়া ঘোষের ছেলে শিবম ঘোষ চতুর্থ শ্রেণিতে ওঠার পরীক্ষায় প্রথম হয়েছে। পিয়া বলেন, ‘‘শিক্ষকেরা বলেছেন, ছেলে পড়াশোনায় খুব ভাল। আমাদের আর্থিক অবস্থা ভাল নয়, স্বামী অটো চালান। আমি বেশি পড়াশোনা করিনি, কিন্তু ছেলের লেখাপড়ার দিকে নজর রাখি।’’ লেক টাউন পাতিপুকুর এলাকার সৌম্যদীপ দাস সপ্তম শ্রেণির পরীক্ষায় দ্বিতীয় হয়েছে। তার মা মণিকা দাসকেও পুরস্কৃত করেছে স্কুল।