Arrest

দু’টি গাড়িতে মিলল ১৫ লক্ষ টাকার গাঁজা! ধৃত ১

মঙ্গলবার রাতে হাওড়ার সাঁকরাইল থানার ধূলাগড় টোল প্লাজ়ার কাছে তল্লাশি চালিয়ে দু’টি সেডান গাড়ি থেকে ওই মাদক উদ্ধার করেছে সিআইডি-র মাদক দমন শাখা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১০:০৫
মাদক উদ্ধার করেছে সিআইডি-র মাদক দমন শাখা।

মাদক উদ্ধার করেছে সিআইডি-র মাদক দমন শাখা। —প্রতীকী চিত্র।

যাত্রিবাহী বাসের পরে এ বার সেডান গাড়ি থেকে উদ্ধার হল বস্তা বস্তা গাঁজা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে হাওড়ার সাঁকরাইল থানার ধূলাগড় টোল প্লাজ়ার কাছে তল্লাশি চালিয়ে দু’টি সেডান গাড়ি থেকে ওই মাদক উদ্ধার করেছে সিআইডি-র মাদক দমন শাখা। উদ্ধার হওয়া ওই মাদকের পরিমাণ প্রায় একশো কেজি। যার বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। ওই ঘটনায় গোয়েন্দারা এক গাড়িচালককে গ্রেফতার করলেও অন্য গাড়িটির চালক পলাতক।

Advertisement

সিআইডি সূত্রের খবর, মাদকের পাশাপাশি সেডান গাড়ি দু’টিও বাজেয়াপ্ত করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে ধৃত চালকের নাম বিনোদকুমার চৌহান। তাঁর বাড়ি হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকায়। অন্য গাড়িটির চালকের খোঁজ শুরু করেছে সিআইডি। বাজেয়াপ্ত হওয়া গাড়ি দু’টি কার, তা-ও জানার চেষ্টা চলছে।

গোয়েন্দারা জানান, তাঁরা কিছু দিন ধরে খবর পাচ্ছিলেন, সেডান বা এসইউভি-তে করে গাঁজা পাচার হচ্ছে। সেই মতো মঙ্গলবার রাতে ধূলাগড়ে তল্লাশি শুরু করতেই সন্দেহজনক দু’টি সেডান গাড়ি আটক করা হয়। তল্লাশির শুরুতেই এক জন গাড়িচালক পালিয়ে যান। দু’টি গাড়ি থেকে পাঁচটি বস্তায় মাদক উদ্ধার হয়।

ধৃতকে জেরা করে গোয়েন্দারা জেনেছেন, ওড়িশার ভদ্রক থেকে ওই গাঁজা আনা হয়েছিল। পাচার করার কথা ছিল হাওড়া এবং হুগলিতে। আগেই ধরা পড়ে যাওয়ায় ‘রিসিভারের’ হাতে মাদক পৌঁছয়নি। উল্লেখ্য, এর আগে রাজ্য পুলিশের এসটিএফ যাত্রিবাহী বাসে করে মাদক পাচার ধরেছিল।

Advertisement
আরও পড়ুন