স্বামী দীপাঞ্জন বসাককে খুঁজে পাওয়ার পর সমাজমাধ্যমে পোস্ট করেছেন পুলিশ অফিসার শান্তি দাস বসাক। ছবি: সংগৃহীত।
স্বামীকে খুঁজে পেয়েছেন রাজভবনের দায়িত্বে থাকা মহিলা পুলিশ অফিসার শান্তি দাস বসাক। বৃহস্পতিবার থেকে তাঁর স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে সমাজমাধ্যমে তা নিয়ে পোস্টও করেছিলেন। দুপুরেই আবার পোস্ট করে শান্তি জানিয়েছেন, তাঁর স্বামীর খোঁজ পাওয়া গিয়েছে। সাহায্যের জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
শান্তি রাজভবনের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত। রাজ্যের পুলিশ মহলে তাঁর পরিচিতি রয়েছে। এক সময়ে মানবাধিকার কমিশনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। দায়িত্ব পেয়েছিলেন রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডিতেও। তাঁর স্বামীর নাম দীপাঞ্জন বসাক। দুপুরে সমাজমাধ্যমের পোস্টে শান্তি লিখেছেন, ‘‘দীপাঞ্জনকে খুঁজে পেতে আমাকে যাঁরা সাহায্য করেছেন, সেই সমস্ত বন্ধুকে ধন্যবাদ। এক বন্ধুর সঙ্গে ও নিরাপদে আছে।’’
এর আগে শান্তি জানিয়েছিলেন, বৃহস্পতিবার থেকে তিনি স্বামীর খোঁজ পাচ্ছিলেন না। হাওড়ার দিকে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন দীপাঞ্জন। কিন্তু তার পর আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। সমাজমাধ্যমে স্বামীর খোঁজ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন শান্তি। হাওড়ার পেনরো থানায় নিখোঁজ ডায়েরিও করেছিলেন। দীপাঞ্জনের খোঁজ না-পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন শান্তি এবং তাঁর পরিবারের বাকিরা। অবশেষে শুক্রবার দুপুরে স্বস্তি ফিরল তাঁদের বাড়িতে।
দীপাঞ্জন অভিনয় জগতের সঙ্গে যুক্ত। কী কারণে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন, এখন কোথায় এবং কার সঙ্গে আছেন, তা জানা যায়নি। শান্তি জানিয়েছেন, এক বন্ধুর মাধ্যমে স্বামীর সঙ্গে তিনি যোগাযোগ করতে পেরেছেন। গত কয়েক দিন ধরে দীপাঞ্জন মানসিক কোনও অশান্তিতে ছিলেন বলে অনুমান। তাঁর কাউন্সেলিং করানোর পরিকল্পনা রয়েছে শান্তির।