Pollution

দূষণ রোধে মোটরচালিত ভ্যান বন্ধে পুলিশকে কড়া হতে নির্দেশ

পরিবেশ দূষণ রোধে মোটরচালিত ভ্যানের ব্যবহার বন্ধ করতে পুলিশকে কঠোর হতে বললেন পুর কর্তৃপক্ষ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ০৯:০১
মোটরচালিত ভ্যানের কারণে দূষণ।

মোটরচালিত ভ্যানের কারণে দূষণ। — ফাইল চিত্র।

কলকাতা ও শহরতলিতে মোটরচালিত যানের ব্যবহার বাড়ছে। এই সমস্ত যানে কাটা তেলের ব্যবহার পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই পরিবেশ দূষণ রোধে মোটরচালিত ভ্যানের ব্যবহার বন্ধ করতে পুলিশকে কঠোর হতে বললেন পুর কর্তৃপক্ষ।

Advertisement

পরিবেশ দূষণ রোধে সোমবার পুর ভবনে কলকাতা ও হাওড়া পুরসভার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেন পুরসভার শীর্ষ কর্তারা। বৈঠকে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র ছাড়াও পর্ষদের অন্য আধিকারিকেরা, কলকাতা পুলিশ ও পরিবহণ দফতরের কর্তারা উপস্থিত ছিলেন। শীতের মরসুমে বাতাসে দূষণের মাত্রা বাড়ে। কলকাতা ও হাওড়ায় বাতাসের দূষণ রোধে তাই নিয়মিত স্প্রিঙ্কলারের সাহায্যে রাস্তায় জল ছেটানোর উপরে জোর দেওয়া হয়েছে। বৈঠকের পরে পুরসভার এক শীর্ষ কর্তা জানান, বেআইনি প্লাস্টিকের ব্যবহার বন্ধে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে ঠিক রূপরেখা তৈরি করতে বলা হয়েছে। পুলিশকেও এ বিষয়ে কঠোর হতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে ঠিক হয়েছে, রাস্তায় কোথাও কাঠ-কয়লায় আগুন জ্বালানো যাবে না। কাঠ-কয়লার আগুন জ্বালানো বন্ধ করতে পুরসভার তরফে এ দিন আনুষ্ঠানিক ভাবে ১৬ জন শহরবাসীকে পরিবেশবান্ধব চুল্লি দেওয়া হয়। শীঘ্রই দেড় হাজার জনকে এ রকম চুল্লি দেওয়া হবে বলে জানিয়েছেন পুর কর্তৃপক্ষ। ভেঙে ফেলা বাড়ির সামগ্রীও যাতে শহরের কোথাও মজুত না থাকে, সে বিষয়ে পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের পাশাপাশি পুলিশকে নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। ধাপা বা শহরতলির বিভিন্ন ভ্যাটে অগ্নিকাণ্ড অনেক সময়ে পরিবেশ দূষণের বড় কারণ হয়ে ওঠে। তাই ভ্যাটে আগুন লাগা রুখতে পর্যাপ্ত পদক্ষেপ করতে বলা হয়েছে।

Advertisement
আরও পড়ুন