dengue death

ডেঙ্গি নিয়েই ভর্তি হয়েছিলেন এসএসকেএমে, সন্তানের জন্ম দিয়ে মারা গেলেন তরুণী

গত শনিবার ডেঙ্গি আক্রান্ত অন্তঃসত্ত্বা গুড়িয়া কুমারী রজককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রবিবার রাতে তিনি সন্তানের জন্ম দিয়েছিলেন। মঙ্গলবার রাতে তিনি মারা যান।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২২ ২১:৫০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ডেঙ্গি আক্রান্ত হওয়ার পরে হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। কিন্তু সিজার করানো কারণে রক্তের অভাব দেখা গিয়েছিল। কমে গিয়েছিল প্লেটলেটস। শেষ পর্যন্ত তিন দিনের সন্তানকে রেখেই এসএসকেএমে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভবানীপুরের বধূ গুড়িয়া কুমারী রজক।

হাসপাতাল সূত্রের খবর, প্রসূতি গুড়িয়াকে ডেঙ্গি আক্রান্ত অবস্থায় শনিবার ভর্তি করানো হয়েছিল। রবিবার রাতে তিনি সন্তানের জন্ম দিয়েছিলেন। সিজার করানোর পরেই শরীরে প্লেটলেটসের সংখ্যা কমতে শুরু করে। এই পরিস্থিতিতে চিকিৎসকেরা চেষ্টা করলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। মঙ্গলবার রাতে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। তবে গুড়িয়ার শিশুসন্তান সুস্থ রয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, ২১ বছরের গুড়িয়ার বাড়ি ভবানীপুরের নর্দার্ন পার্ক এলাকায় বাসিন্দা। তবে সন্তানসম্ভবা অবস্থায় বেশ কিছু দিন তিন বাঁশদ্রোণী এলাকায় বাপের বাড়িতে ছিলেন। এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের তরফে যে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাতে ডেঙ্গি সংক্রমণের উল্লেখ রয়েছে।

Advertisement
আরও পড়ুন