Mamata Banerjee-Junior Doctors Meeting

দু’ঘণ্টা কথাবার্তার পর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে শেষ হল জুনিয়র ডাক্তারদের বৈঠক, জট কি কাটবে?

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তারেরা। সভাঘর থেকে ‘লাইভ স্ট্রিমিং’ হয় সেই বৈঠকের। সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব নিগমও।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ০০:০৬
নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভিডিয়ো থেকে।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ২০:১৪ key status

সিদ্ধান্ত নেবেন জুনিয়র ডাক্তারেরা!

এক চিকিৎসক জানিয়েছেন, অনশন তোলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা বৈঠকে বসেছেন। 

timer শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ২০:১২ key status

বৈঠক শেষে প্রশ্ন

বৈঠক শেষে প্রশ্ন থাকছেই, জট কি কাটবে? উঠবে কি অনশন? মঙ্গলবার রাজ্যের সকল চিকিৎসক যে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছেন, তা কি শেষ পর্যন্ত হবে?

Advertisement
timer শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৯:০৪ key status

বৈঠক শেষ

নবান্নের তরফে জানানো হয়েছিল, নবান্নে ৪৫ মিনিট জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলা হবে। যদিও এক ঘণ্টা ৫৫ মিনিট কেটে গেলেও শেষ হয়নি বৈঠক। প্রায় দু’ঘণ্টা পর বৈঠক শেষ। 

timer শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৯:০২ key status

‘আপনার থেকে শেখা’

আন্দোলনকারী এক মহিলা চিকিৎসক জানালেন, ‘‘আন্দোলন আপনার থেকেই শিখেছি।’’ মমতা জানালেন, তিনি যখন অনশন করেছেন, প্রশাসনের তরফে কেউ আসেননি। 

Advertisement
timer শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৯:০০ key status

‘আমায় যেতে হবে’

মমতা বলেন, ‘‘আমার কাছে একটি পরিবার আসার কথা। তাঁদেরও মেয়ে মারা গিয়েছে। আমায় যেতে হবে। আন্দোলন শুরু করলে শেষও করতে হবে। মানবাধিকার কমিশনের দাবিতে ২১ দিন ধর্না করেছিলাম। সিঙ্গুর নিয়ে ২৬ দিন অনশন করেছি। কেউ আসেনি। গোপাল গান্ধী ব্যক্তিগত ভাবে আমায় ভালবাসতেন বলে এসেছিলেন। তোমাদের ভালবাসি। আলোচনায় ফাঁক রাখা হয়নি। মন খুলে কথা বলেছো।’’

timer শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৮:৫৬ key status

জুনিয়র ডাক্তারদের প্রশ্ন

কলেজস্তরে র‌্যাগিংয়ের অভিযোগ এলে কে খতিয়ে দেখবে? অ্যান্টি র‌্যাগিং কমিটি নাকি টাস্ক ফোর্স? প্রশ্ন জুনিয়র ডাক্তারদের। 

Advertisement
timer শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৮:৫০ key status

কলেজেও কমিটি!

স্টেট টাস্ক ফোর্সের মতো কলেজেও কমিটি গড়ার ডাক জুনিয়র ডাক্তারদের। 

timer শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৮:৪৪ key status

পরিস্থিতি স্বাভাবিক করার ডাক

মমতা জুনিয়র ডাক্তারদের পরিস্থিতি স্বাভাবিক করার কথা বললেন। তাঁর কথায়, ‘‘পরিস্থিতি স্বাভাবিক না হলে সরকার কাজ করবে কী করে?’’

timer শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৮:৩৯ key status

‘অনেকের বিরুদ্ধেই অনেক অভিযোগ’!

অনিকেত ‘থ্রেট কালচার’ প্রসঙ্গে জানান, অনেক অভিযুক্তের পরীক্ষার খাতা পরখ করা হলে দেখা যাবে, তিনি ১০ নম্বরও পাননি। অথচ পদকে পেয়ে বেরিয়ে গিয়েছেন। হাউস স্টাফ হয়েছেন। মমতা পাল্টা বলেন, অনেকের বিরুদ্ধেই অনেক অভিযোগ রয়েছে। 

timer শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৮:৩৬ key status

টাস্ক ফোর্স নিয়ে অভিযোগ

আন্দোলনকারী ছাত্রীর অভিযোগ, টাস্ক ফোর্স কী কাজ করছে, তার সদস্য কত জন, তা নিয়ে কিছু তাঁরা জানেন না। দেবাশিস জানান, টাস্ক ফোর্সে সব মেডিক্যাল কলেজের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন।  

timer শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৮:৩৩ key status

‘সদিচ্ছা’ নিয়ে প্রশ্ন

আন্দোলনকারী অনিকেত সরকারের ‘সদিচ্ছা’ নিয়ে প্রশ্ন তুললেন। বললেন, ‘‘কলেজ ক্যাম্পাস সুস্থ জায়গা হতে হলে, সেখানে আমাদেরও থাকতে হবে। এক জন ছাত্র কলেজে প্রবেশের পর কী এমন ঘটছে যে সে পচা হয়ে উঠছে? সে কারণে ক্যাম্পাসের পিরবেশ সুস্থ, স্বাভাবিক করা প্রয়োজন।’’

timer শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৮:২৮ key status

‘মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে পাঠিয়েছি’

মমতা বলেন, ‘‘তোমরা সাধ্যমতো অনশন করেছো। ভাল করেছো। আমি ২৬ দিন অনশন করেছি। কেউ আসেনি। আমি মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে পাঠিয়েছি। রোজ খবর নিয়েছি। ঘণ্টায় ঘণ্টায় রিপোর্ট নিই।’’

timer শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৮:২৭ key status

৪৫০ কোটি টাকা খরচ!

মমতা জানান, জুনিয়র ডাক্তারদের স্ট্রাইকের জন্য ৪৫০ কোটি টাকা খরচ হয়েছে। জনগণের টাকা অন্য জায়গায় চলে গিয়েছে। 

timer শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৮:২৭ key status

মুখ্যমন্ত্রীর অভিযোগ

মমতা বলেন, ‘‘রং জানার দরকার নেই। পরিচয় জানার দরকার নেই। যদিও জানি সব। ৫৬৩ জন আন্দোলন চলার সময় বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করে টাকা নিয়েছেন।’’

timer শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৮:২৪ key status

আইনজীবীকে কটাক্ষ!

সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের আইনজীবীকে কটাক্ষ করলেন মমতা। তিনি জানালেন, কোর্টে ওই মহিলা আইনজীবী দাবি করেছেন, রাজ্যের হাসাপাতালে তুলোও পাওয়া যায় না। এর পরেই তিনি মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের প্রশ্ন করেন, ‘‘এটা কি ঠিক? এতে রাজ্যের মুখ পুড়ল।’’

timer শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৮:২১ key status

‘দায়বদ্ধতা রয়েছে’

মমতা বলেন, ‘‘তোমাদেরও দায়বদ্ধতা আছে, বোনেদের দেখে রাখা। বোনেদের দায়িত্ব রয়েছে ভাইদের দেখে রাখা।’’

timer শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৮:১৯ key status

রোগী কল্যাণ সমিতিতে জুনিয়র ডাক্তার

রোগী কল্যাণ সমিতিতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব থাকবে, জানালেন মমতা। 

timer শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৮:১৭ key status

‘তদন্ত হবে’

মমতা সাসপেনশন নিয়ে জানালেন, তদন্ত করা হবে। পক্ষপাতিত্ব চলবে না, আগামী দিনে দেখা হবে বিষয়টি। সরকারকে না জানিয়ে ‘অ্যাকাডেমিক’ কাউন্সিল কী ভাবে তৈরি হল, কী ভাবে সাসপেন্ড করা হল, সেই প্রশ্ন তুলেছেন তিনি। 

timer শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৮:১৩ key status

জেলায় জেলায় গ্রিভ্যান্স সেল

জেলায় জেলায় গ্রিভ্যান্স সেল হওয়া উচিত বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা। 

timer শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৮:১১ key status

মুখ্যমন্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা

মুখ্যমন্ত্রী জানান, এ ভাবে তাঁদের না জানিয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না। প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করা যেতে পারে না। তাঁর কথায়, ‘‘কোনও আলোচনা না করে সাসপেন্ড কেন? এটাও কি থ্রেট কালচার নয়?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন