Piyush Goyal

কেন্দ্রের ভাবনা

শুক্রবার ইন্ডিয়ান পেন্টস অ্যাসোসিয়েশনের ৩২তম বার্ষিক সম্মেলনে কলকাতায় বাণিজ্য-মন্ত্রী পীযূষ গয়াল জানান, ভারতের রঙকে বিশ্বের দরবারে নিয়ে যেতে মান আরও উন্নত করতে হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ০৭:৫০
বাণিজ্য-মন্ত্রী পীযূষ গয়াল।

বাণিজ্য-মন্ত্রী পীযূষ গয়াল। —ফাইল চিত্র।

রঙ ও রাসায়নিক সংস্থাগুলির সুবিধায় দেশের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক মানের একাধিক গবেষণাগার তৈরির পথে হাঁটছে কেন্দ্র। শুক্রবার ইন্ডিয়ান পেন্টস অ্যাসোসিয়েশনের ৩২তম বার্ষিক সম্মেলনে কলকাতায় বাণিজ্য-মন্ত্রী পীযূষ গয়াল জানান, “ভারতের রঙকে বিশ্বের দরবারে নিয়ে যেতে মান আরও উন্নত করতে হবে। তাই ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সঙ্গে পরামর্শ করে গবেষণাগার তৈরির পরিকল্পনা করেছে মন্ত্রক। এ জন্য খরচ, যন্ত্র ও নানা সুবিধা দেবে সরকার।” সংগঠনটির কাছে গবেষনাগার তৈরির জায়গা নিতেও পরামর্শ চান তিনি।

Advertisement

মন্ত্রীর মতে, ছোট সংস্থাগুলিকে এগিয়ে নিয়ে যেতে না পারলে এই ক্ষেত্রে উন্নতি মুশকিল। তিনি বলেন, “চাহিদা ঝিমিয়ে থাকায় দু-তিন বছর ধরে এই ক্ষেত্রের উন্নতি চোখে পড়ছে না। তবে তা সাময়িক, শীঘ্রই হাল ফিরবে।’’ তাঁর বার্তা, ২৫-৩০ বছরে পরিকাঠামো ও আবাসনে বৃদ্ধির হাত ধরে বাড়বে রঙের চাহিদা। ৩-৪ বছরে এই ক্ষেত্রের ব্যবসা ১ লক্ষ কোটি টাকা ছাড়াবে। যার সুবিধা নিক সংস্থাগুলি।


Advertisement
আরও পড়ুন